Papiya Paul

টিআরপি তালিকায় বিরাট রদবদল! জগদ্ধাত্রীকে টপকে বাংলার সেরা কে? রইল ওলটপালট TRP লিস্ট

নিউজশর্ট ডেস্কঃ Bengali Serial Target Rating List: এই সপ্তাহে একটি নতুন সিরিয়াল শুরু হয়েছে। তাই চলতি সপ্তাহে বাংলা সিরিয়ালের(Bengali Serial) টার্গেট রেটিং পয়েন্ট(Target Rating Point)জানার জন্য আলাদা উত্তেজনা ছিল দর্শকদের মধ্যেও। এই টিআরপি নিয়ে স্টার জলসা এবং জি বাংলার মধ্যে একটি ঠান্ডা লড়াই বহুদিন ধরে চলে আসছে। তাইও টিআরপি তালিকায়(TRP List) বিরাট চমক রয়েছে।

   

গত মাসের পর মাস ধরে বাংলা সিরিয়ালের এক এবং দুই নম্বর জায়গা দখল করে রেখেছে অনুরাগের ছোঁয়া এবং জগদ্ধাত্রী। এই সপ্তাহে কে এগুলো আর কে পিছলো তাই জানতে চান সকলে। চলুন তাহলে এই সপ্তাহের টিআরপি তালিকা নিয়ে আলোচনা করা যাক।

এই সপ্তাহেও সূর্য-দীপাকে হারিয়ে বাংলার সেরা জ্যাস ওরফে জগদ্ধাত্রী। একদম ধামাকা করে ৭.৯ পয়েন্ট পেয়ে সেরার জায়গা দখল করছে ‘জগদ্ধাত্রী’। অন্যদিকে দীপা ও টক্কর ধরে রেখে ৭.৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে এসে রয়েছে। এরপর তৃতীয় স্থানে সেই ‘ফুলকি’, এই সিরিয়াল শুরুর সপ্তাহ থেকেই পাকাপাকিভাবে তৃতীয় স্থান দখল করে নিয়েছে। চার নম্বরে স্থানে রয়েছে ‘রাঙা বউ’। আর প্রথম সপ্তাহেই ছক্কা মেরেছে ‘লাভ বিয়ে আজকাল’। এবার তাহলে দেখে নিন সেরা দশ টিআরপি তালিকা –

this week bengali serial trp list has many twis

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :

জগদ্ধাত্রী – ৭.৯ প্রথম
অনুরাগের ছোঁয়া – ৭.৬ দ্বিতীয়
ফুলকি – ৭.৫ তৃতীয়
রাঙা বউ – ৭.৪
নিম ফুলের মধু – ৭.২

সন্ধ্যাতারা – ৬.৯
তুঁতে – ৬.১
লাভ বিয়ে আজকাল – ৬.০
খেলনা বাড়ি – ৫.৮
বাংলা মিডিয়াম – ৫.৭

নতুন সিরিয়ালগুলো শুরু থেকেই ভালো রেজাল্ট করছে। এর ফলে চাপে পড়ছে পুরনোরা। যদিও এখন সিরিয়ালের স্থায়িত্ব খুব কম সময়ের। টিআরপি তালিকায় ভালো রেজাল্ট না করলেই সিরিয়াল বন্ধ করে দিচ্ছেন নির্মাতারা। আগামীকাল থেকে শুরু হতে চলেছে  সিরিয়াল ‘তোমাদের রানী’, এ সিরিয়াল কেমন রেজাল্ট করে তা আগামী সপ্তাহে  বোঝা যাবে।