Papiya Paul

হিন্দি সারেগেমাপায় বাঙালির জয়জয়কার! ‘টপ ১৬’-তে জায়গা করে নিলেন ৬ বাঙালি

অক্টোবর মাস থেকে শুরু হয়ে গেছে সারেগামাপা ২০২১। সৌজন্যে জিটিভি। এই বছর প্রথম থেকেই বেশ চমকে দিচ্ছে রিয়েলিটি শো টি। শুধুমাত্র নতুন মুখ নয়, এই বছর বেশ কিছু পুরনো মুখ আমরা দেখতে পাচ্ছি অনুষ্ঠানে। তাই পুরনো এবং নতুন অর্থাৎ প্রাক্তন এবং নবীন, সবাইকে নিয়ে যে এবার ভালোই জমবে এই মহাযুদ্ধ তা বলাই বাহুল্য।

   

২০১৯ সালে সারেগামাপা-এর দ্বিতীয় স্থান দখল করেছিলেন স্নিগ্ধজিৎ ভৌমিক। ইতিমধ্যেই বাংলা ছবি সীমান্ততে প্লেব্যাক করেছেন তিনি। স্নিগ্ধজিৎ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অনন্যা চক্রবর্তী, যিনি ভাটিয়ালি গানের জন্য বিখ্যাত। ইতিমধ্যেই ভাটিয়ালি গান গেয়ে হিন্দি সারেগামাপা তে একটি আলাদা জায়গা করে ফেলেছেন তিনি।

এরপর নাম নেব বিদীপ্তা চক্রবর্তীর যিনি কিনা বাংলা সারেগামাপা এর একটি জনপ্রিয় মুখ। রয়েছেন কিঞ্জল চট্টোপাধ্যায়ও। আলিপুরদুয়ারের মেয়ে নীলাঞ্জনা রায়, যিনি “দ্যা ভয়েজ ইন্ডিয়া কিডস” খ্যাত, তিনিও রয়েছেন এখানে। বাংলা থেকে এসেছেন আরেক গায়ক দীপায়ন বন্দোপাধ্যায়, যার গান ইতিমধ্যেই মুগ্ধ করেছে বিচারকদের।

প্রসঙ্গত, এই বছর বিচারকের আসনে দেখতে পাওয়া যাচ্ছে বিশাল দাদলানি, হিমেশ রেশামিয়া এবং শঙ্কর মহাদেবনকে। ইতিমধ্যেই গায়কদের বাছাই করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বিচারকদের। আগামী সপ্তাহ থেকে ১৬ দের নিয়ে পথ চলা শুরু হবে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কে জিতবে এই অনুষ্ঠান? বাঙালির জয় হবে কি? সেটা সময় বলতে পারবে।