Black Diamond Caterer

মাত্র ৬৯৯ টাকায় দুর্দান্ত প্যাকেজ, কলকাতার বুকে সেরা বাঙালি ক্যাটারার ‘ব্ল্যাক ডায়মন্ড ক্যাটারার’

নিউজশর্ট ডেস্কঃ সামনেই আবার বিয়ের মরশুম আসছে। আর বিয়েতে সবকিছুই পরিপাটি হোক এটাই চায় সকলে। অতিথি আপ্যায়নের ক্ষেত্রে কোন রকমের ত্রুটি রাখতে চান না কেউ। শুধুমাত্র বিয়ে নয়, যেকোনো অনুষ্ঠানে সব কাজ যাতে ভালো হয়, বিশেষ করে খাবারের দিকে বেশি নজর থাকে সকলের।

ভালো মানের খাওয়া-দাওয়া থেকে শুরু করে, সঠিকভাবে খাবার পরিবেশন করা, ডেকোরেশন এক কথায় একটা দুর্দান্ত ক্যাটারিং পরিষেবা চান সকলে। আজকে আপনাদের জন্য এমনই এক কলকাতার সেরা বাঙালি ক্যাটারার(Kolkata’s Best Bengali Caterer) সম্পর্কে জানাবো। যাদের খাওয়ার কোয়ালিটি থেকে শুরু করে পরিবেশন ব্যবহার সমস্ত কিছুই উন্নতমানের। এদের ক্যাটারিং কর্মীদের পরিবেশনও আপনার মন জয় করে নেবে। এই ক্যাটারারকে বুক করলে আপনি হয়ে যাবেন টেনশন ফ্রি।

কলকাতার সেরা বাঙালি ক্যাটারিং পরিষেবা হিসেবে জনপ্রিয় ব্ল্যাক ডায়মন্ড ক্যাটারার। অন্নপ্রাশন থেকে বিয়ে, রিসেপশন, জন্মদিন যে কোন শুভ কাজে অনুষ্ঠানের জন্য আপনি বুক করে নিতে পারেন ব্ল্যাক ডায়মন্ড ক্যাটারারকে। এখানে দুর্দান্ত কোয়ালিটির বাঙালি খাবার সরবরাহ করা হয়। এক কথায় এরা বেঙ্গলি ফুড স্পেশালিস্ট(Bengali Food Specialist)।

চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে যোগাযোগ করবেন?

ব্ল্যাক ডায়মন্ড ক্যাটারার (Black Diamond Caterer Contact)

অফিসিয়াল ওয়েবসাইট : www.blackdiamondcaterer.com
ঠিকানাঃ 91C, SRCM Road, Kalipark, Bablatala, Rahajhat, Kolkata – 700136.
যোগাযোগের জন্য মোবাইল : +919874271325

 

 

Papiya Paul

X