নিউজশর্ট ডেস্কঃ দেশের সবথেকে জনপ্রিয় টেলিকম সংস্থা জিও(Jio) এবং এয়ারটেল(Airtel)। জিও গ্রাহক সংখ্যার কাছে এয়ারটেল এখনো অনেকটাই পিছিয়ে রয়েছে। তবে এই দুই কোম্পানির মধ্যে লড়াই কিন্তু বহুদিন ধরেই চলে এসেছে। একে অপরকে টেক্কা দিতে নিত্যনতুন প্ল্যান নিয়ে আসছে এই সংস্থাগুলো। বর্তমানে ভারতের দ্বিতীয় বৃহত্তম নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার ভারতী এয়ারটেল। যাদের গ্রাহক সংখ্যা ৩৭ কোটিরও বেশি।
এই বিপুল সংখ্যক গ্রাহকের প্রিপেড, পোস্টপেইড এবং ব্রডব্যান্ড প্ল্যান-এর মাধ্যমে পরিষেবা দিয়ে যাচ্ছে। পুজোর মরশুমে প্রত্যেকটি টেলিকম সংস্থা নতুন প্ল্যান নিয়ে দর্শকদের আকৃষ্ট করতে চেয়েছে। এই তালিকায় রয়েছে airtel। সম্প্রতি এয়ারটেল দুটো জবরদস্ত পোস্টপেইড প্ল্যান লঞ্চ করেছে। চলুন তাহলে এই প্ল্যানগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
১) ১১৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান – এই প্ল্যানে একটি নিয়মিত এবং তিনটি ফ্রি অ্যাড অন কানেকশনের সুবিধা থাকছে। গ্রাহকেরা এই প্ল্যানে সর্বাধিক নটি অ্যাড অন কানেকশন যুক্ত করতে পারবেন। এক্ষেত্রে মনে রাখতে হবে প্রত্যেকটি সংযোগের জন্য অতিরিক্ত ২৯৯ টাকা করে গ্রাহককে দিতে হবে। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং-এর সুবিধা পাবেন এবং প্রতিদিন ১০০ টি এসএমএস করতে পারবেন। এই প্ল্যানে প্রতিমাসে ২৪০ জিবি ডাটা দেওয়া হবে। যার মধ্যে থেকে প্রাথমিক কানেকশন ১৫০ জিবি ডেটা পাবে এবং প্রতিটি অ্যাড অন কানেকশনের জন্য ৩০ জিবি করে ডেটা বরাদ্দ থাকবে। এর সাথে ২০০ জিবি ডেটা রোলওভারের সুবিধাও থাকবে।
এছাড়া এই প্ল্যানে গ্রাহকেরা প্রচুর ওটিটি সাবস্ক্রিপশন পেয়ে যাবে। এরমধ্যেই নেটফ্লিক্স বেসিকর মাসিক সাবস্ক্রিপশন থাকবে। এর সাথে ছয় মাসের জন্য অ্যামাজন প্রাইম মেম্বারশিপ এবং এক বছরের জন্য ডিজনি প্লাস হটস্টার মোবাইলের সাবস্ক্রিপশন সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া হ্যান্ডসেট প্রটেকশন, এয়ারটেল এক্সট্রিম প্লে এবং উইঙ্ক প্রিমিয়ামর সুবিধা পাওয়া যাবে।
২) ১৪৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান: এই প্ল্যানে একটি নিয়মিত এবং চারটি ফ্রি অ্যাড অন কানেকশনের সুবিধা থাকবে। এছাড়া সর্বাধিক নয়টি অ্যাড অন কানেকশন যুক্ত করতে পারবেন। তবে এক্ষেত্রে প্রতিটি সংযোগের জন্য গ্রাহককে অতিরিক্ত ২৯৯ টাকা করে দিতে হবে। এক্ষেত্রেও গ্রাহকেরা আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০ টি এসএমএস করতে পারবেন। এর সাথে প্রত্যেক মাসে ৩২০ জিবি ডেটা পাওয়া যাবে। থেকে প্রাথমিক কানেকশনে মিলবে ২০০ জিবি ডেটা এবং বাকি প্রতিটি অ্যাড অন কানেকশনের জন্য ৩০ জিবি করে ডাটা পাওয়া যাবে। এর সাথে ২০০ জিবি ডাটা রোল ওভারের সুবিধা ও থাকবে।
এছাড়া এই প্ল্যানে গ্রাহকেরা প্রচুর ওটিটি সাবস্ক্রিপশন পেয়ে যাবে। এরমধ্যেই নেটফ্লিক্স বেসিকর মাসিক সাবস্ক্রিপশন থাকবে। এর সাথে ছয় মাসের জন্য অ্যামাজন প্রাইম মেম্বারশিপ এবং এক বছরের জন্য ডিজনি প্লাস হটস্টার মোবাইলের সাবস্ক্রিপশন সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া হ্যান্ডসেট প্রটেকশন, এয়ারটেল এক্সট্রিম প্লে এবং উইঙ্ক প্রিমিয়ামর সুবিধা পাওয়া যাবে।