নিউজ শর্ট ডেস্ক: সময়ের সাথে সাথে বেড়ে চলেছে অনলাইন চ্যাটিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপের (WhatsApp)-জনপ্রিয়তা।গোটা দুনিয়া এখন এই হোয়াটসঅ্যাপের নেশায় বুঁদ। হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাটিং ভয়েস কল ভিডিও কল ছাড়াও পাওয়া যায় একাধিক সুবিধা। প্রতিনিয়ত গোটা বিশ্বের ইউজারদের জন্য আকর্ষণীয় ফিচার নিয়ে আসছে এই চ্যাটিং অ্যাপ। তাই এখন হোয়াটসঅ্যাপের সাহায্যেই অনলাইন পেমেন্ট, কিংবা ই-কমার্স বিজনেসের মতো পরিষেবার সুবিধা পাওয়া যায়।
তাই এখন চ্যাট করা ছাড়াও এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের মাধ্যমে ক্যাব বুক,মেট্রো টিকিট বুক থেকে শুরু করে কেনাকাটা ও বিভিন্ন স্বাস্থ্য পরিষেবাও পাওয়া যায়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় কাজও সেরে ফেলা যায় নিমেষের মধ্যে। তবে অনেকেই হয়তো জানেন না হোয়াটসঅ্যাপের এই বিশেষ পরিষেবা গুলি সম্পর্কে। আজকের প্রতিবেদনে হোয়াটসঅ্যাপের এমনই চারটি দরকারি পরিষেবা সম্পর্কে জানাবো আপনাদের।
১. ক্যাব বুক: মোবাইলে উবের জাতীয় অ্যাপ ইনস্টল না থাকলেও, হোয়াটসঅ্যাপের সাহায্যেও অনলাইন ক্যাব বুক করা যায়। কারণ উবের কোম্পানির এই মেসেজিং প্ল্যাটফর্মের সাথে শেয়ার আছে। এক্ষেত্রে ঠিকানা বা পিন টাইপ না করেই সরাসরি কোম্পানিকে নিজের রিয়েল-টাইম লোকেশন পাঠিয়ে সঠিক পিকআপ লোকেশন সেট করতে পারবেন।
২. JioMart-এ অর্ডার দেওয়া: হোয়াটসঅ্যাপের সাহায্যেই সরাসরি জিওমার্ট থেকে গ্রোসারি আইটেমও অর্ডার করা যায়। এক্ষেত্রে ভার্চুয়াল কার্টে প্রোডাক্ট অ্যাড করতে এবং হোয়াটসঅ্যাপ পে দিয়ে সেগুলি চেকআউট করতে পারেন।
৩. Digi Locker-এর ব্যবহার: প্রয়োজনীয় সমস্ত নথিপত্রের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি, চটজলদি অ্যাক্সেসের জন্য এখন অনেকেই ডিজি-লকার প্ল্যাটফর্ম ব্যবহার করেন। তাই এবার থেকে হোয়াটসঅ্যাপের সাহায্যেই প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের মতো ডকুমেন্ট ডিজিটালি সেভ রাখা যাবে। ভারত সরকারের এই পরিষেবা, মাইগভ অ্যাপে হেল্পডেস্ক চ্যাটবক্সের মাধ্যমে কাজে লাগানো যায়।
৪. গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবা: এখনও ভারতের বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন একটি চ্যালেঞ্জের বিষয়। তাই জনস্বার্থে হোয়াটসঅ্যাপে একটি সিএসসি হেল্থ সার্ভিস হেল্পডেস্ক চালু করা হয়েছে।যার সাহায্যে লক্ষ লক্ষ ব্যবহারকারী সম্পূর্ণ বিনামূল্যে ইংরেজি এবং হিন্দিতে টেলিহেল্থ কনসাল্টেশন, সরকারি স্বাস্থ্য প্রকল্পের তথ্যসহ অনেক সুযোগ সুবিধা পাবেন।