Government

Papiya Paul

Government: রাজ্যের বেকার যুবকদের জন্য বড়সড় উদ্যোগ, এই প্রকল্পে কিভাবে করবেন আবেদন?

নিউজশর্ট ডেস্কঃ রাজ্য সরকারের(Government Of West Bengal) তরফ থেকে সাধারণ মানুষের সুবিধার্থে নিত্যনতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে। সেক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন বৃদ্ধির পাশাপাশি পড়ুয়াদের সুবিধার্থেও অনেক প্রকল্প চালু করা হয়েছে। ঠিক যেমন রাজ্যের যুব সম্প্রদায়ের জন্য স্টুডেন্ট ইন্টার্নশিপ এবং যোগ্যশ্রী প্রকল্পের ঘোষনা করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আর এবার আরও একটি বড়সড় ঘোষণা করেছে রাজ্য সরকার।

   

রাজ্যে নতুন এক ধরনের কার্ড পরিষেবা চালু হয়েছে। যার নাম ভবিষ্যৎ ক্রেডিট কার্ড(Bhabishyat Credit Card )। রাজ্যের বেকারদের কর্মমুখী করা তোলার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। এই প্রকল্পটি ভবিষ্যৎ লোন প্রকল্প নামেও পরিচিত। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো স্বল্প সুদের ঋণ প্রদানের মাধ্যমে রাজ্যের বেকার যুবকদের নিজস্ব ব্যবসা তৈরি করতে সাহায্য করা। তবে শুধুমাত্র ব্যবসা নয়, যুবকরা উচ্চশিক্ষা অনুসরণ করলে তার জন্যও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড-এর মাধ্যমে ঋণ পেয়ে যাবেন।

এক্ষেত্রে এই সুবিধা নিতে গেলে কি কি যোগ্যতা লাগবে?
১) আবেদনকারীকে গত ১০ বছর ধরে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।
৩) পুরুষ প্রার্থীরা কেবলমাত্র এইখানে আবেদনের জন্য যোগ্য।
৪) একটি পরিবার থেকে শুধুমাত্র একজন সদস্যই এই প্রকল্পের সুবিধা পাবেন।

আরও পড়ুন: Government Policy: এই রাজ্যের মহিলাদের জন্য ধামাকা প্রকল্প, ১৮ হলেই প্রতি মাসে মিলবে ১০০০ টাকা!

কিভাবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড(Bhabishyat Credit Card) প্রকল্পের জন্য আবেদন করতে হবে?

  • প্রথমে এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট www.bccs.wb.gov.in যেতে হবে।
  • এরপরে হোম পেজের ওপর Apply বাটানে ক্লিক করতে হবে।
  • আবার  Apply বাটানে ক্লিক করতে হবে।
  • এরপরেই স্ক্রিনে যে রেজিস্ট্রেশন ফর্ম আসবে সেখানে Click Here to Register-এ ক্লিক করতে হবে।
  • তারপর আবেদনকারীর প্রয়োজনীয় তথ্যাদি যেমন- পুরো নাম, ইমেইল আইডি, ফোন নাম্বার ও পাসওয়ার্ড এন্টার করতে হবে।
  • মোবাইল নাম্বারে যে OTP আসবে সেটিকে বসিয়ে Register বাটনে ক্লিক করতে হবে।
  • এরপর মূল এপ্লিকেশন ফর্মে আবেদনকারীর পিতা ও মাতার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, যোগাযোগ এবং প্রকল্প অবস্থানের জন্য সম্পূর্ণ ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারী বিভাগ, প্রকল্পের নাম, প্রকল্পের খরচ, কো-অপারেটিভ ব্যাংকের নাম ও ঠিকানা ইত্যাদি বসিয়ে ফাইনালি সাবমিট করতে হবে।
  • তবে অনলাইন ছাড়া অফলাইনেও এই Bhabishyat Credit Card-এর জন্য আগ্রহীরা আবেদন করতে পারেন। এই জন্য যখন দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) হবে, তখন বাড়ির নিকটবর্তী ক্যাম্পে গিয়ে যোগাযোগ করতে হবে।