Government Policy

Papiya Paul

Government Policy: এই রাজ্যের মহিলাদের জন্য ধামাকা প্রকল্প, ১৮ হলেই প্রতি মাসে মিলবে ১০০০ টাকা!

নিউজশর্ট ডেস্ক: কেন্দ্র সরকারের তরফ থেকে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে নানা রকমের প্রকল্পের উদ্বোধন করা হয়। ঠিক তেমনি বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারও(Government) সাধারণ মানুষদের পাশে থাকার জন্য নানারকমের প্রকল্প নিয়ে আসে।

   

এবার মহিলাদের জন্য একটি দুরন্ত স্কিম নিয়ে এসেছে এই রাজ্যের সরকার। প্রত্যেক মাসে মহিলাদের জন্য ১ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লির অরবিন্দ কেজরিয়াল সরকার। মহিলারা এবার থেকে প্রত্যেক মাসে ১ হাজার টাকা করে পাবেন। ২০২৪ থেকে ২৫ অর্থবর্ষে ১৮ বছরের উর্ধ্বে প্রত্যেক মাসে এই এক হাজার টাকা করে দেওয়া হবে।

দিল্লি সরকারের এই প্রকল্পের ফলে প্রত্যেক বছর আরও ৭৬ হাজার কোটি টাকা খরচ হবে। তাহলে দেখে নেওয়া যাক এই যোজনা কিভাবে উপকার পাবেন সাধারণ মহিলারা? দিল্লি সরকার সূত্রে জানা গিয়েছে যে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে।

আরও পড়ুন: Government: ৫০ দিনের কাজ করলে মিলবে ১০০ দিনের টাকা! ঘোষণা মমতার, কারা পাবেন সুযোগ?

তবে পাঞ্জাবের ক্ষেত্রে এখন অনলাইনে আবেদন করা যাবে না। এক্ষেত্রে অফলাইনে আবেদনকারী কে আবেদন জানাতে হবে। তবে সেই সমস্ত মহিলারা এই যোজনার সুবিধা পাবেন না যারা কোন ব্যবসা কিংবা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন। এর পাশাপাশি পেনশন, আয়কর প্রদানকারী মহিলারাও প্রকল্পের সুবিধা পাবেন না। 

বাকি সকল মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন এমন সিদ্ধান্ত নিতে পারে দিল্লি সরকার। আরেকটি বিষয় মনে রাখতে হবে উপভোক্তাকে অবশ্যই দিল্লিতে বসবাস করতে হবে এবং আবেদনকারীর দিল্লির আধার কার্ড ও ভোটার কার্ড থাকতে হবে। এই বড় সিদ্ধান্ত বাজেটেই গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তটি এবার দিল্লি উপ রাজ্য পালের কাছে পাঠানো হবে। রাজভবন থেকে সবুজ সংকেত পেলেই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন মহিলারা।