নিউজশর্ট ডেস্কঃ ভারতীয় রেলের(Indian Railways) তরফ থেকে যাত্রীদের সুবিধার্থে নানা রকমের পরিষেবা প্রদান করা হয়। এক্ষেত্রে উন্নত মানের ট্রেন পরিষেবার পাশাপাশি আরামদায়ক সফরের জন্য নানা ব্যবস্থা করা হয়। এই মুহূর্তে বন্দেভারত এক্সপ্রেস নিয়ে প্রত্যেকটি ভারতীয়র মধ্যে একটা আলাদা উত্তেজনা কাজ করছে।
তবে শুধুমাত্র বন্দেভারত নয়, ভারতীয় রেলের তরফ থেকে এমন কিছু ট্রেন রয়েছে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ পরিসেবা প্রদান করে। এবার এমনই একটি ট্রেন হাজির হতে চলেছে। যেই ট্রেনের ভেতরে থাকবে এলাহী ব্যবস্থা। শুধুমাত্র ভ্রমণ করার জন্য এই ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনে ঘুরবে। এই ট্রেনটির যাত্রা শুরু হবে বাংলা থেকে।
উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলের তরফ থেকে সম্প্রতি এই তথ্য জানানো হয়েছে। আগামী ১৮ মে থেকে এই ট্রেনের যাত্রা শুরু হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এই ট্রেনটি ‘ভারত গৌরব’ ট্রেন নামে পরিচিত। এখানে মোট ৮ রাত ৯ দিনের যাত্রা হবে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, এই ট্রেনে চেপে বৈষ্ণদেবী, হরিদ্বার, মথুরা, বৃন্দাবন, অযোধ্যা, ঋষিকেশ এই সমস্ত তীর্থক্ষেত্র ভ্রমণ করা যাবে।
আরও পড়ুন: SBI: ৩ লক্ষ টাকার FDতে কত রিটার্ন মিলবে? SBI-র এই অফার মিস করলে পস্তাবেন
এই ট্রেনটির যাত্রা শুরু হবে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। এই ট্রেনটি মালদা টাউন, রামপুরহাট, ভাগলপুর, জামালপুর, পাটনা সহ আরো অন্যান্য ষ্টেশনে থামবে। ১৮ তারিখে এই ট্রেনে সফর শুরু করার পর ২০ মে বৈষ্ণোদেবীতে ট্রেন দিয়ে পৌঁছাবে। এরপর ২ দিন সেখানেই থাকবে ট্রেন। পরের ২২ এবং ২৩ শে মে হরিদ্বার স্টেশনে ট্রেন থামবে।
আবার মথুরায় গিয়ে ট্রেন পৌঁছাবে তার পরের দিন। আর অযোধ্যায় এই ট্রেন যাবে ২৫ শে মে। এরপর ২৬ শে মে পাটনা পৌছাবে যাত্রীরা। এই ট্রেনে এসি থ্রি টায়ার ও স্লিপার ক্লাস থাকবে। এসি কামরায় যাত্রা করার জন্য যাত্রীদের খরচ করতে হবে ২৯ হাজার ৫০০ টাকা। আর স্লিপার ক্লাসের জন্য খরচ হবে ১৭ হাজার ৯০০ টাকা।