নিউজশর্ট ডেস্কঃ এই মুহূর্তে দেশের অন্যতম বড় টেলিকম সংস্থা এয়ারটেল(Airtel) ও জিও(Jio)। যদিও এয়ারটেলের তুলনায় জিও-র গ্রাহক সংখ্যা অনেকটাই বেশি। তবুও এই দুই টেলিকম সংস্থার মধ্যে লড়াই চলছে। গ্রাহকদের আকৃষ্ট করতে নিত্যনতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসছে এই দুই সংস্থা। তবে এবার দীপাবলীর আগে বড় রকমের ধাক্কা খেয়েছে ভারতী এয়ারটেল।
এই সংস্থার ত্রৈমাসিক ফলাফল সম্পর্কে বড় তথ্য প্রকাশ পেয়েছে। যা দেখে চমকে গিয়েছেন সকলে। বিশেষ করে airtel-এর গ্রাহকেরা সবথেকে বেশি চমকে গিয়েছেন। এই রিপোর্টে দেখা গিয়েছে বিপুল পরিমাণে ক্ষতির মুখে পড়েছে এয়ারটেল। জানা গিয়েছে, এই কোম্পানির মুনাফা প্রায় ৩৭.৫ শতাংশ কমেছে। এই বছর নেট মুনাফা হয়েছে ১৩৪১ টাকা। আর আগের বছরে দ্বিতীয় প্রান্তিকে নেট মুনাফা ছিল ২১৪৫ কোটি টাকা।
ওইদিকে এই বছরে বিরাট লাভের মুখ দেখেছে মুকেশ আম্বানির সংস্থা। জিওতে নেট মুনাফা বেড়েছে প্রায় ৪ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে এই কোম্পানি আয় করেছে ৪ হাজার ৮৬৩ কোটি টাকা। অর্থাৎ বোঝাই যাচ্ছে দুই কোম্পানির নিট মুনাফার পরিসংখ্যানে বিশাল পার্থক্য রয়েছে। ওইদিকে দীপাবলির আগে জিও স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা তাদের প্লানে কোনো রকমের পরিবর্তন আনবে না।
কিন্তু এয়ারটেলের ব্যাপারটা একেবারেই আলাদা। এই বিরাট সংখ্যক ক্ষতি পোষানোর জন্য রিচার্জ প্ল্যানগুলোর দাম বাড়ানো ছাড়া আর কোন বিকল্প পথ নেই। আর এতে সবথেকে বেশি সমস্যায় পড়বেন গ্রাহকেরা। বোঝাই যাচ্ছে, এই নতুন রিচার্জ প্ল্যান সম্পর্কে এয়ারটেল দীপাবলীর আগে একটি বড় ঘোষণা করতে পারে।। তবে এক্ষেত্রে দাম বাড়ালে কোম্পানির কিছু আয় বাড়লেও অন্য দিক দিকে গ্রাহক সংখ্যা কমে জিওর দিকে চলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।