Bhutu

anita

Bhutu: বিয়ের পিঁড়িতে ছোট্ট ভুতু! আর্শিয়ার গায়ে হলুদের ছবি দেখেই শুরু ট্রোলিং

নিউজ শর্ট ডেস্ক: বছর বছর কত সিরিয়াল যায় আর আসে! কিন্তু এমন কিছু সিরিয়াল থাকে যা শেষ হওয়ার পরে তার রেশ থেকে যায় দর্শকমহলে। বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল ছিল জি বাংলার (Zee Bangla) ‘ভুতু’ (Bhutu)। এই ধারাবাহিকের মিষ্টি ভুতু চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী আর্শিয়া মুখোপাধ্যায়কে (Arshiya Mukherjee)।

   

তবে ভুতু শেষ হওয়ার পর আর্শিয়া অভিনীত অন্য একটি জনপ্রিয় বাংলা সিরিয়াল ছিল ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরাবাঈ’। এরপর বহুদিন তাকে আর ছোট পর্দায় দেখা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় দারুন সক্রিয় এই অভিনেত্রী। আর্শিয়ার এই কর্মকান্ডের দোসর হলেন আরো একজন জনপ্রিয় শিশু শিল্পী হিয়া অর্থাৎ যাকে দর্শকরা পটল কুমার বলে চেনেন।

সম্প্রতি আর্শিয়া সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছিলেন। সেখানে দেখা যাচ্ছে, তার গালে লেগে রয়েছে হলুদ। ছবিটি পোস্ট করে অভিনেত্রী  লিখেছেন ‘গায়ে হলুদের অনুষ্ঠান’।  আর্শিয়া এই ছবি শেয়ার করতে না করতেই কমেন্ট সেকশনে মন্তব্যের বন্যা। ইতিবাচক মন্তব্যের পাশাপাশি  উপচে পড়েছে নেতিবাচক মন্তব্য।

বাংলা সিরিয়াল,Bengali Serial,শিশু শিল্পী,Child Artist,ভুতু,Bhutu,আর্শিয়া মুখার্জী,Arshiya Mukherjee,গায়ে হলুদ,Gaye halud,ভাইরাল ছবি,Viral Picture,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

কেউ লিখেছেন ‘আপনারই তো গায়ে হলুদের ছবি মনে হচ্ছে দেখে’। আবার কারও মন্তব্য, ‘আপনার কি বিয়ে হয়ে গিয়েছে?’কেউ আবার লিখেছেন ‘এর মধ্যেই বিয়ে করে ফেললেন?’ তবে কাওকে কোন  উত্তর দেননি আর্শিয়া।

আরও পড়ুন: অনুরাগের ছোঁয়া নিয়ে কড়া সিদ্ধান্ত স্টার জলসার! চ্যানেলের সিদ্ধান্তে রেগে আগুন দর্শকেরা

বাংলা সিরিয়াল,Bengali Serial,শিশু শিল্পী,Child Artist,ভুতু,Bhutu,আর্শিয়া মুখার্জী,Arshiya Mukherjee,গায়ে হলুদ,Gaye halud,ভাইরাল ছবি,Viral Picture,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

প্রসঙ্গত এর আগেও একবার আর্শিয়ার বন্ধু হিয়াকেও  এই ধরনের মন্তব্যের মুখোমুখি পড়তে হয়েছিল। সেসময় বিয়ের সাজে  ছবি শেয়ার করেছিলেন হিয়া। সে সময় অবশ্য অভিনেত্রী আনন্দবাজার অনলাইনে জানিয়েছিলেন তিনি কারও কথায় গুরুত্ব দেন না। নিজের পড়াশুনা এবং কাজেই মন দিতে চান।