Hero

Papiya Paul

Hero: হিরো নিয়ে আসছে শক্তিশালী Xoom 160, লুক আর ফিচার্স দেখলে চোখ ফেরানো মুশকিল

নিউজশর্ট ডেস্কঃ এবার একটি ধামাকাদার স্কুটার লঞ্চ করল হিরো মোটোকর্প(Hero Motocorp)। নতুন বছরে এই নতুন মডেলের স্কুটার Hero Xoom 160 সামনে নিয়ে আসছে এই সংস্থা। স্কুটারে এমন অনেক ফিচার্স আছে, যার জন্য বাইকের সমান শক্তিশালী ইঞ্জিন পাওয়া যাবে। বিদেশের মাটিতে এইরকম ম্যাক্সি স্কুটার বিক্রি হয়। ভারতেও জাপানি সংস্থা yamaha এই ম্যাক্সি স্কুটার বিক্রি করে। তবে এবার প্রথম ভারতীয় সংস্থা হিসেবে হিরো এই ম্যাক্সি স্কুটার আনতে চলেছে। লুক এবং ফিচার্স দুটোর দিক থেকে এই স্কুটার নিয়ে কোন কথা হবে না। আজকের এই প্রতিবেদনে এই ধামাকাদার স্কুটার সম্পর্কে আপনাদেরকে বিস্তৃত জানানো যাক।

   

ডিজাইন: এই স্কুটির সামনে আছে বড় উইন্ড স্ক্রিন। এছাড়া রয়েছে ভি শেপ হেডলাইট। এর সাথেই আছে সিঙ্গেল পিস সিট এবং বড় ফ্লোরবোর্ড। এখানে পা রাখার জন্য অনেকটা স্পেস আছে। আর পিছনে একটি বক্স আছে।

ফিচার্স: এই স্কুটারে থাকবে LED হেডলাইট, টেল লাইট, ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জিং, স্মার্ট কি সহ আরো অনেক কিছু।

আরও পড়ুন: Hero: দেখলেই কিনতে ইচ্ছে হবে, মারকাটারি লুকে বাজারে এলো Xtreme 125R, দাম সাধ্যের মধ্যেই

ইঞ্জিন: এই স্কুটারের ইঞ্জিনের ক্ষেত্রে ১৫৬ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন মিলবে। ব্যালেন্সের জন্য টেলিস্কপিক ফর্ক সাসপেনশন থাকবে। এছাড়া সেরা ব্রেকিংয়ের জন্য দু চাকাতেই মিলবে ডিস্ক ব্রেক। এর সাথে অ্যান্টি লক ব্রেকিং বা ABS ও থাকার সম্ভাবনা আছে। এই স্কুটারে ১৪ ইঞ্চি টায়ার মিলবে।

দাম: খুব শীঘ্রই এই স্কুটার বাজারে মিলবে। এই স্কুটারের এক্স-শোরুম দাম থাকতে পারে ১.৩ লক্ষ টাকা। জানা গিয়েছে, আগামী ৬ মাসের মধ্যে লঞ্চ হতে পারে এই দুর্দান্ত স্কুটার। এই বছরেই শোরুমে দেখা যাবে Hero Xoom 160।