Bhuban Badyakar

‘ঠকে গেছি’, এই কারণের জন্য নিজের গান গাইতে পারছেন না ভুবন বাবু! আক্ষেপ প্রকাশ বাদাম কাকুর

বর্তমানে সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহার করেননা এমন মানুষ বোধহয় খুব কমই আছেন। এই সামাজিক মাধ্যম ব্যবহার করে খুব সহজেই ভাইরাল হয়ে যাচ্ছেন অনেকেই। ‘রানু মণ্ডল’ থেকে শুরু করে ‘মাখামাখি কাকু’ সকলের জনপ্রিয়তায় বেড়েছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। সেই তালিকায় রয়েছেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। রাতারাতি তিনি হয়ে উঠেছিলেন সোশ্যাল মিডিয়ার সেনসেশন।

মাঝখানে বেশ কিছুটা সময় একাধিক গান গেছেন তিনি। তবে বর্তমানে তাঁর আর সেভাবে দেখা পাওয়া যাচ্ছে না। নেট মাধ্যমে শোনা যাচ্ছে না তাঁর গান। আর সে কারণেই সকলের মনে উঠতে থাকে নানান প্রশ্ন। হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন তিনি? সেই প্রশ্নের উত্তর নিজেই দিলেন বাদাম কাকু।

সম্প্রতি স্ত্রীকে নিয়ে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ খোলেন ভুবন বাদ্যকর। তাঁর বিস্ফোরক অভিযোগ, যেকোনো গানে ‘বাদাম’ কথাটি ব্যবহার করলেই নাকি ইউটিউব থেকে আসছে কপিরাইট। ফলে নিজের গান এখন নিজেই গাইতে পাচ্ছেন না বাদাম কাকু।

Bhuban Badyakar

ভুবন বাদ্যকরের অভিযোগ, ইউটিউবে গান পোস্ট করলেও হচ্ছে না উপার্জন। উল্টে ‘বাদাম’ উচ্চারণ করলেই দেওয়া হচ্ছে কপিরাইট। বীরভূমের এক সংস্থার মালিকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। তাঁর কথায়, ‘আমি লেখাপড়া জানি না। ইংরেজি পড়তেও পারি না। আর সেই সুযোগই ব্যবহার করেছেন ওই ব্যক্তি। আমাকে না জানিয়েই নিয়ে নিয়েছেন কপিরাইট’।

Bhuban Badyakar

এমনকি সম্প্রতি মুক্তি পাওয়া ‘হ্যাপি নিউ ইয়ার’ গানে পাকা বাদাম কথা উল্লেখ করতে গিয়েও সমস্যায় পড়েন তিনি। দেখা যায় কপিরাইটের সমস্যা। নিজের দুঃখের কথা বলতে গিয়ে কন্ঠ ভিজল ভুবনের। এখন তিনি কি করবেন সেটা বুঝতেই পারছে না। এমনটাই জানালেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। আদৌ কি এই সমস্যার সমাধান পাবেন ভুবন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র।

Avatar

Additiya

X