বর্তমান দিনে তারকাদের নিত্যনতুন কাজের আপডেট পাওয়ার জন্য ইনস্টাগ্রামের জুড়ি মেলা ভার। কেরিয়ার থেকে শুরু করে তারা তাদের ব্যক্তিগত চিন্তাভাবনা, ভালো লাগা, মন্দ লাগা সবকিছুই শেয়ার করে থাকেন এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। আর বলি তারকাদের ব্যক্তিগত ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলেরও শেষ নেই।
আগে যেখানে ভক্তরা তাদের প্রিয় তারকাদের চিঠি লিখে কিংবা বিভিন্ন দিবসে শুভেচ্ছা কার্ড পাঠিয়ে ভালো লাগার কথা জানাতেন। অনেক ভক্ত আবার তাদের প্রিয় তারকাদের জবাবের আশায় অপেক্ষাও করতেন। পরবর্তী সময়ে টেলিফোন এবং মোবাইলের রমরমায় প্রিয় তারকার কণ্ঠ শোনার বা তাদের এক ঝলক দেখার অপেক্ষায় বসে থাকতো অনেকে।
তবে এখন এখন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম হয়ে উঠেছে তারকা আর ভক্তের সম্পর্ক তৈরির নতুন সেতু। তারমধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয় হল ইনস্টাগ্রাম। তারকারা নিজেদের ব্যক্তিগত এবং কর্মজগতের সবকিছুই শেয়ার করে থাকে এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটিতে।
এমতাবস্থায় ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যায়, দিনের পর দিন কীভাবে বেড়ে চলেছে তারকাদের ফলোয়ার বা অনুরাগীর সংখ্যা। আর মজার বিষয় হল, কোন তারকার কত ফলোয়ার তা নিয়েও কৌতুহলের শেষ নেই ভক্তমহলে। আর সম্প্রতি সমসাময়িক তারকাদের পেছনে ফেলে তরতরিয়ে এগিয়ে গিয়েছেন শ্রদ্ধা কাপুর।
এইমুহুর্তে শ্রদ্ধা কাপুরের ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ৭৫ মিলিয়নেরও বেশি। আর এই খুশির কথা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ারও করেছেন অভিনেত্রী। একটি সুন্দর ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ এক গাল চা নিয়ে ৭৫ মিলিয়নের খুশি উদযাপন করছি! বড়ি বড়ি ইনস্টাগ্রাম, ছোটি ছোটি খুশিয়া।’
Instagram-এ এই পোস্টটি দেখুন
জানিয়ে রাখি এইমুহূর্তে ক্যাটরিনা কাইফের ফলোয়ার সংখ্যা হল প্রায় ৬৮.৪ মিলিয়ন। আলিয়া ভাটের ফলোয়ার সংখ্যা প্রায় ৬৯.৯ মিলিয়ন এবং এই সকল তারকাদের পেছনে ফেলে ভারতীয় অভিনেত্রীর মধ্যে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছেন শ্রদ্ধা কাপুর। প্রসঙ্গত উল্লেখ্য, ৮৩.৩ মিলিয়ন ফলোয়ার নিয়ে প্রথম স্থানে রয়েছেন আমাদের পিগি চপস ওরফে প্রিয়াঙ্কা চোপড়া।