Arijit

নীতিশ প্রমাণিক বাংলাদেশি, কেন্দ্রীয় মন্ত্রীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন বিরোধীদের

বিজেপির তরুণ সাংসদ কোচবিহারের নীতিশ প্রামাণিক। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন তিনি। আর তারপরই নিতিশ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে সরাসরি প্রশ্ন তুলে দিলেন অসম থেকে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রিপুন বোরা। এমনকি তিনি এই বিষয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কাছে তদন্তের দাবি করেছেন।

   

রিপুন বোরা দাবি করেন, “নীতিশ প্রামাণিক আসলে বাংলাদেশের গাইবান্ধা এলাকার বাসিন্দা। তিনি কম্পিউটার নিয়ে পড়াশোনা করার জন্য পশ্চিমবঙ্গে এসেছিলেন। সেখান থেকে তার রাজনীতিতে পা। প্রথমে তৃণমূল কংগ্রেস এবং 2019 লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়ে বিজেপি সাংসদ হন নীতিশ প্রামানিক।

রিপুন বোরার সুরে সুর মিলিয়ে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষও এই বিষয়ে তদন্তের দাবি করেছেন।
উল্লেখ্য, নীতিশ প্রামাণিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ার পর থেকেই তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এবার সরাসরি তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠল।