নিউজশর্ট ডেস্কঃ সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্য সরকারের(State Government) তরফ থেকে নানা রকমের পরিষেবা চালু করা হয়। বিভিন্ন রকমের প্রকল্প রয়েছে যেখানে কর্মসংস্থানের সুযোগ ,অর্থ প্রদান কিংবা অন্য সুযোগ-সুবিধা দেওয়া হয়। এবার এমনই একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছে এই রাজ্যের সরকার। রাজ্যের ৯৪ লক্ষ গরিব পরিবারের কমপক্ষে একজন সদস্যকে দু’লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকার(Bihar Government)।
মঙ্গলবার বিহার ‘লঘু উদ্যোগী যোজনা’য় অনুমোদন দিয়েছে বিহার সরকারের মন্ত্রণালয়। এদিন বিভিন্ন দপ্তরের তরফ থেকে যে ১৮ টি প্রস্তাব দেওয়া হয়েছিল তার মধ্যে অন্যতম বিহার লঘু উদ্যোগী যোজনা। চলুন তাহলে এই যোজনা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। রাজ্য সরকারের আধিকারিকরা জানিয়েছেন যে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার জন্য এই প্রকল্পের মাধ্যমে ৯৪ লক্ষ ৩৩ হাজার ৩১২ জন গরিব পরিবারকে দু’লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি বিহারে একটি জাতিভিত্তিক সমীক্ষা করা হয়েছিল, সেখানে গরিব হিসেবে ২ কোটি ৭৬ লক্ষ ২৮ হাজার ৯৯৫ টি পরিবারকে চিহ্নিত করা হয়েছে, যে সমস্ত পরিবারগুলোর মাসিক আয় ৬০০০ টাকার কম। এবার তাদের মধ্যে থেকে প্রথম পর্যায়ে এই ৯৪ লক্ষ ৩৩ হাজার ৩১২ টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে বিহার সরকার। এদিন বিহারের অতিরিক্ত সচিব এস সিদ্ধার্থ বলেছেন যে ছোটখাটো কারখানা কিংবা প্রক্রিয়াকরণ ইউনিট গড়ে তুলতে সেটি চালানোর জন্য তিনটি দফায় গরিব পরিবারের কমপক্ষে একজন সদস্যকে দু”লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে।
এই প্রকল্পের ফলে জেনারেল ক্যাটাগরি ভুক্ত ১০.৮৬ লাখ পরিবার, অনগ্রসর শ্রেণীর ২৪.৭৮ লক্ষ পরিবার অত্যাধিক অনগ্রসর শ্রেণীর ৩৩.১৯ লাখ পরিবার এবং তপশিলি জাতিভুক্ত ২৩.৪৯ লাখ পরিবার এবং তফশিলি জনজাতিভুক্ত ২.০১ পরিবার লাভবান হয়ে যাবে। এবার প্রশ্ন হল এই ৯৪ লক্ষ পরিবারকে কিভাবে বেছে নেওয়া হবে?
মন্ত্রিসভার তরফ থেকে জানানো হয়েছে বাজেট বরাদ্দের উপর ভিত্তি করে লটারির মত করে কম্পিউটারাইজড প্রক্রিয়ার মাধ্যমে ওই ৯৪ লক্ষ পরিবারকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হবে। এই প্রকল্প গড়ে তোলার জন্য সব শিল্প দপ্তরের কার্যনির্বাহী প্রধানকে নিয়ে একটি কমিটি গঠন করবে রাজ্য সরকার। আর সেই কমিটির নেতৃত্বে থাকবেন জেলাশাসকেরা। তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে লোকসভা ভোটের আগে নীতিশ কুমার এই যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা ভোটব্যাংকে একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে।