Papiya Paul

ভারতীয় ট্রাকচালকদের মারধর করে বিজিবি, উত্তাল বাংলাদেশের ফুলবাড়ি

এবার বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর বিরুদ্ধে এক ভারতীয় ট্রাক চালককে মারধর করে গুরুতর অভিযোগ উঠল। কিছুদিন ধরেই বাংলাদেশ উপস্থিত পাকিস্তানিদের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক পার্টি। এর মধ্যে গতকাল প্রতিদিনের মতো বাংলাদেশে গিয়েছিলেন ট্রাক চালকরা। বেলা বারোটার সময় মাল খালাস হয়ে গেলেও তাদের দাঁড় করিয়ে রাখা হয় সন্ধ্যা পর্যন্ত। এক লাইনে দাঁড়াতে বলা হলেও এক ট্রাক মালিক কিছুটা লাইনচ্যুত হতে না হতেই তাঁকে বেধড়ক মারতে শুরু করে বাংলাদেশ সীমান্ত বাহিনীরা।

   

এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরো একবার উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশ এবং ভারত সীমান্তের ফুলবাড়ী এলাকা। ভারতীয় ট্রাকচালকরা দাবি করেছেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোন পদক্ষেপ যদি না নেওয়া হয় তাহলে সীমান্ত এলাকায় আমদানি-রপ্তানি বন্ধ করে দেবে তাঁরা।ট্রাক চালকরা আরো অভিযোগ করেছেন, প্রতিদিনের মত মাল নিয়ে বাংলাদেশে যাওয়া হয়েছিল। বেলা বারোটার সময় মাল খালাস করা হলেও সন্ধ্যা পর্যন্ত তাদের দাঁড় করিয়ে রাখা হয়। এই বিষয় নিয়ে আগেও কিছু সমস্যা তৈরি হয়েছিল ট্রাকচালকদের সঙ্গে বিজিবির। কিন্তু তার পরেও ট্রাক চালকদের ছাড়েনি বিজিবি।

এহেন পরিস্থিতিতে বুধবার মাল নামানোর পর লাইন দিয়ে ট্রাক নিয়ে দাঁড়িয়ে থাকতে বলা হয় ট্রাক চালকদের। এরই মধ্যে একজন ট্রাকচালক কিছুটা লাইনচ্যুত হওয়ায় বেধড়ক মারধর শুরু করে দেয় বিজিবি। এমনকি ট্রাক ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে বিজিবির বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে অন্য ট্রাকচালকদেরও মারধর করতে শুরু করে দেয় বিজিবি।

ঘটনার সংঘর্ষের ফলে ২৬ বছরের বাপি সরকার এবং ৩০ বছরের মোঃ আকতার গুরুতর জখম হয়েছেন। এই দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন ট্রাক মালিক গুরুতর আহত হয়েছেন বলে শুনতে পাওয়া গেছে।