ভারতের মুকুটে নয়া পালক, পরীক্ষণে সফল ISRO নির্মিত গগনযানের ‘বিকাশ ইঞ্জিন”

মহাকাশ গবেষণায় একাধিক সাফল্য লাভ করেছে ভারতের মহাকাশ বিজ্ঞানের গবেষণা সংস্থা ইসরো। ২০১৩ সালে সবচেয়ে কম খরচে মঙ্গলে সফলভাবে মঙ্গল যান পাঠিয়েছিল ভারত। তার নেপথ্যেও ছিল এই ইসরো।

যদিও চন্দ্রযান-২ চাঁদে পাঠানোর ক্ষেত্রে সেভাবে সফল হতে পারেনি তারা। চাঁদে পৌঁছানোর পরেও মাটিতে নামার ঠিক আগেই ভেঙে পড়ে যানটি। তবে এবার ফের ইসরোর হাতে এলো বড় সাফল্য।

তৃতীয়বারের পরীক্ষাও সফলতার সঙ্গে পাশ করল ‘বিকাশ’ ইঞ্জিন। সাধারণভাবে বলতে গেলে এই বিকাশ ইঞ্জিন হল মহাকাশযানটির মেরুদন্ড। আগামী দিনে মহাকাশযানটিকে বয়ে নিয়ে যাবে মহাশূন্যে।

Avatar

Koushik Dutta

X