Arijit

মমতা ব্যানার্জীর বিরুদ্ধে কে হবেন ভবানীপুরের বিজেপি প্রার্থী? উঠে আসছে এই তিনটি নাম

ফের রাজ্যে ভোটের দামামা বেজে গেল। পুজোর আগেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। আর এই নির্বাচনে ভবানীপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলির মধ্যে এই স্থানে প্রার্থী বাছাই নিয়ে চলছে চূড়ান্ত হুলুস্থূল কান্ড। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এর বিপক্ষে এমন প্রার্থী খুঁজে বের হতে হবে যার জনপ্রিয়তা রয়েছে। আর এমন প্রার্থী খুঁজতে গিয়েই নাজেহাল অবস্থা অন্যান্য রাজনৈতিক দলগুলির।

   

ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। তারা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনা লড়াইয়ে এক ইঞ্চিও জমি ছাড়বে না সেটাই বুঝিয়ে দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে হবেন বিজেপির প্রার্থী? ইতিমধ্যেই এই নিয়ে হেস্টিংসে বিশেষ বৈঠক হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বের। বৈঠকের পর আপাতত ভবানীপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থীর সম্ভাব্য তিনটি নাম উঠে আসছে। তারা হলেন রুদ্রনীল ঘোষ, তথাগত রায় এবং গড়িয়াহাট অঞ্চলের কাউন্সিলর তিস্তা দাস বিশ্বাস।