Bollywood

Moumita

রামলীলা থেকে বিল্লু, বিতর্কের পর বিতর্ক, অবশেষে এই ৫ ছবির নাম বদলাতে বাধ্য হন নির্মাতারা

বলিউড (Bollywood) এবং বিতর্ক (Controversy) যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। সাম্প্রতিক সময়ে বিতর্ক ছাড়া ছবি মুক্তি পাওয়া খুবই বিরল। কখনও ছবির বিষয়বস্তু তো কখনও বা ধর্মীয় কারণ, সময়ে সময়ে নানা কারণে উঠেছে ছবি বয়কটের ডাক। আজকের প্রতিবেদনে এমনই ৫ টি ছবির কথা বলব যার জন্য নির্মাতাদের চরম ক্ষোভের সম্মুখীন হতে হয়েছিল।

   

১. লক্ষ্মী : দক্ষিণ ভারতীয় ছবি কাঞ্চনার হিন্দি রিমেক লক্ষ্মী। এই ছবির নাম এবং পোস্টার নিয়ে শুরু হয় বিক্ষোভ। হিন্দুদের শ্রদ্ধেয় দেবী লক্ষ্মীর নামের সাথে ছবিটির পোস্টার নিয়ে শুরু হয় বিতর্ক। পরে নাম পরিবর্তন করে ‘লক্ষ্মী বোম্ব’ থেকে ‘লক্ষ্মী’ করা হয়।

২. পদ্মাবত : সঞ্জয় লীলা বানসালির এই ছবি নিয়ে চরম বিতর্ক সৃষ্টি হয় সেইসময়। রানী পদ্মাবতী জড়িত এই ঐতিহাসিক প্রেমকাহিনীর তীব্র বিরোধিতা করে কর্ণী সেনা। এই ক্ষোভ এতটাই বেড়ে গিয়েছিল যে, দীপিকা পাড়ুকোনের শিরশ্ছেদ করতে ১০ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল কর্নি সেনা।

৩. রামলীলা : সঞ্জয় লীলা বানসালির এই ছবিটিও বিতর্কের মধ্যমণি হয়ে উঠেছিল। বিতর্কে ঘেরা এই ছবিটির নামও বদলাতে হয়েছিল নির্মাতাদের। যদিও ছবিটি পরে ব্লকব্লাস্টার হিট প্রমাণিত হয়।

৪. বিল্লু : এই ছবিটি মূলত একজন হেয়ারস্টাইলিস্টের জীবন কাহিনীকে কেন্দ্র করে তৈরি হয়। এর আগে এই ছবিটির নাম ছিল ‘বিল্লু বার্বর’। সেই সময় অনেকেই বলেন যে, এতে নাপিতদের অপমান করা হয়েছে।

৫. আর…রাজকুমার : এই ছবির পরিচালক ছিলেন প্রভু দেবা। ‘আর… রাজকুমার’র আগে তিনি ছবির নাম দেন র‍্যাম্বো রাজকুমার। তবে ইতিমধ্যেই হলিউডে র‌্যাম্বো নামের একটি ওয়েব সিরিজ থাকায় কপিরাইটের সমস্যা দেখা দেয়।