এবার রূপোলী পর্দায় আঁকা হবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর গল্প। এই খবরটা অনেক আগেই পেয়েছিল মানুষ। তবে চমকটা সামনে এল রবিবার। প্রকাশ্যে এল ছবির ফার্স্টলুক। অটলের লুকে সামনে এলেন পঙ্কজ ত্রিপাঠি। রীতিমত চমকেই দিলেন ভক্তদের।
প্রসঙ্গত উল্লেখ্য, একথা সকলেই জানেন যে ২৫ ডিসেম্বরটা বড়দিন হওয়ার পাশাপাশি অটল বিহারী বাজপেয়ীর দিনও বটে। কারণ এই দিনটা এই কিংবদন্তির জন্মদিন। আর তাই এইদিন সকাল থেকেই নেটমাধ্যমে ভেসে ওঠে অটল বিহারী বাজপেয়ীর ছবি। ব্যতিক্রম হলনা এই বছরটাও।
যদিও এইবছরটা একটু ভিন্ন। রবিবার সকাল থেকেই অটলবিহারী বাজপেয়ীর কিছু ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। তবে ওই ছবিগুলো খুঁটিয়ে দেখলেই বোঝা যায় আসল চমক। কারণ এ তো চেনা বাজপেয়ী নন। দেখতে বাজপেয়ীর মতো লাগলেও আসলে এই মানুষটি তো পঙ্কজ ত্রিপাঠী!
খুব স্বাভাবিক ভাবেই বাজপেয়ীর অনুরাগীরা পঙ্কজকে বাজপেয়ী রূপ দেখে চমকে উঠেছেন। চমকে উঠেছে অভিনেতার নতুন লুক দেখে। ধুতি-কুর্তা আর জ্যাকেট পরে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। কোনো ছবিতে লেখা রয়েছে কবি, তো কোনোটিতে লেখা প্রধানমন্ত্রী। আরও দুটো ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে ‘কূটনীতিক’ এবং ‘ভদ্রলোক’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রীর এই প্রতিটি সত্তাকেই যে তুলে ধরা হবে তা বলাই বাহুল্য। এই বিষয়ে পঙ্কজ জানান, ‘আমি জানি অটলজির ব্যক্তিত্বকে পর্দায় বাস্তবায়িত করে তুলতে আমাকে খুবই পরিশ্রম করতে হবে। উদ্যম এবং মনের জোরে আমি যে এই চরিত্রটার প্রতি সুবিচার করতে পারব সেই বিশ্বাস আমার রয়েছে।’
যাইহোক, ছবিগুলি প্রকাশ্যে আসতেই রীতিমত হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ লিখেছে, ‘আপনাকে তো চেনাই যাচ্ছে না।’ আরেক ইউজার লিখেছেন, ‘এ রকম গুরুত্বপূর্ণ ছবির জন্য অনেক শুভেচ্ছা।’ উল্লেখ্য, এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জাতীয় পুরস্কারজয়ী পরিচালক রবি যাদবের এই ছবিটি আগামী বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পেতে পারে।