বলিউডের(Bollywood) এমন কিছু অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যারা একসময় তাদের কাজের জন্য আফসোস করেন। তাদের অভিনীত বেশ কিছু ছবি এতটাই ফ্লপ হয় যে তা তাদের সারা জীবনের ক্যারিয়ারের সবথেকে বাজে অংশ হিসেবে চিহ্নিত হয়ে গেছে। হাজার চেষ্টা করার পরেও সেই দাগ তারা তুলতে পারেন। এমনই কিছু বলিউডের সেলেবদের কথা বলব যারা তাদের সেইসব সিনেমাগুলোকে তাদের ক্যারিয়ারের লিস্ট থেকে মুছে ফেলতে চেয়েছিলেন।
অমিতাভ বচ্চন(Amitabh Bachchan)- বলিউডের সবথেকে বড় সুপারস্টার অমিতাভ বচ্চন ‘আগ’ ছবি করেছিলেন। যে ছবিটি বক্স অফিসে ব্যাপক খারাপ ব্যবসা করে। এমনকি অমিতাভের ভক্তরাও অবাক হয়ে তাকে প্রশ্ন তুলেছিলেন কেন তিনি এই ছবি করতে গিয়েছেন।
ক্যাটরিনা কাইফ(Katrina Kaif) – বলিউডের ক্যাটরিনার প্রথম ছবি ছিল‘বুম’ । ছবিতে পরিচালক ক্যাটরিনাকে যেভাবে ব্যবহার করেছিলেন তাই নিয়ে আজও সমালোচনা চলে। এর পরে একসময় সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেছিলেন যে ‘বুম’ সিনেমায় তাকে যা করতে হয়েছিল তা ভবিষ্যতে আর কোনো দিন করবেন না। দরকার পড়লে তিনি অভিনয় ছেড়ে দেবেন অর্থাৎ ক্যাটের এই আফসোস কোনোদিনই মেটার নয়।
অভয় দেওল(Abhay Deol)- বলিউডের এই প্রতিভাবান অভিনেতার আফসোসের ছবি ‘আয়েশা।’ এই ছবি সমালোচকদের প্রশংসা তো পায়নি এর সাথে বক্সঅফিসেও খুব খারাপ ফল করে। অভায় প্রতিজ্ঞা করেন তিনি এমন ছবি আর কোনদিন করবেন না।
শাহিদ কাপুর(Shahid কাপুর)- তিনি আবার একটি নয় তিন তিনটি ভুল ছবি তার জীবনে করেছিলেন। ‘শানদার’, ‘চুপচুপ কে’ এবং ‘বাহ! লাইফ হো তো অ্যায়সি’।এই ছবিগুলোর ক্ষেত্রে যে শাহিদকে বাধ্য করে সিদ্ধান্ত নিতে হয়েছিল এমন নয়। তিনি নিজেও জানিয়েছিলেন যে তার নিজের সিদ্ধান্ত ভুল ছিল।
সইফ আলি খান(Saif Ali Khan) – হামসকল ছবিটির জন্য আজও আফসোস করেন সইফ। আসলে পরিচালক সাজিদকে না করতে পারেনি তিনি। তবে এই ছবির কোন স্ক্রিপ্ট ছিল না কিন্তু সাজিদ যা যা করতে বলেছিলেন সব সেগুলোই করতে বাধ্য হয়েছেন সইফ। পরবর্তীকালে এই ছবি নিয়ে কথা বললে তিনি একটাই জবাব দেন। ‘মিসটেক, মিসটেক’।
গোবিন্দা(Govinda)- কমেডি কিং গোবিন্দাকে খলচরিত্রে ভাবার ক্ষেত্রে ঠিক যতটা সাহসিকতার দরকার ছিল তার চিত্রনাট্যে তার একভাগও ছিল না। আফসোসের ছবি হল ‘কিল দিল’। তিনি মনে করেন তার কাছে টাইম মেশিন থাকলে তিনি ফিরে গিয়ে অতীতের এই সিদ্ধান্ত বদল করে নিতেন।
প্রিয়াঙ্কা চোপড়া(Priyanka Chopra)- আফসোসের ছবির তালিকায় নাম রয়েছে বলিউডের প্রিয়াঙ্কা চোপড়ার। বরফির মতো ছবি করার পর ‘জঞ্জির’ ছবিতে তিনি হঠাৎ করে কেন অভিনয় করতে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল সব মহলে। তবে এই ছবি প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেছিলেন, মাঝেমধ্যে আমরা ভুল করে ফেলি। কিন্তু সেই ভুল আর শুধরানোর জায়গা থাকে না তাই মেনে নিতে বাধ্য হতে হয়।