Akshaya Tritiya

Papiya Paul

Akshaya Tritiya: অক্ষয় তৃতীয়ার দিনে এই কাজগুলো ভুলেও করবেন না, তাহলে বিদায় নেবেন মা লক্ষ্মী

নিউজশর্ট ডেস্কঃ চলতি বছরে অক্ষয় তৃতীয়ার(Akshaya Tritiya) শুভ মহরত ১০ মে পালিত হচ্ছে। এই মুহূর্তকে সর্বসিদ্ধ মুহূর্ত বলা হয়। এই দিনে যে কোন শুভ কাজ করা যেতে পারে। এই বিশেষ দিনে বহু মানুষ বাড়িতে সোনা-রুপা কিনে থাকেন। এছাড়া এই দিনে বাড়িতে নতুন কোন জিনিস আনলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন।

   

এই বছরে অক্ষয় তৃতীয়ার শুভলগ্ন হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি ১০ মে ২০২৪ তারিখে ভোর ০৪ টে ৭ মিনিট থেকে শুরু হচ্ছে। আর এই তিথি শেষ হবে ১১ মে রাত ০২ টো ৫০ মিনিটে। এই অক্ষয় তৃতীয়ার পূজোর শুভ সময় হল সকাল ০৫ টা ৩৩ মিনিট থেকে দুপুর ১২ টা ১৮ মিনিট পর্যন্ত।

তবে অক্ষয় তৃতীয়ার এই বিশেষ মুহূর্তে বেশ কয়েকটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। তা না হলে সংসারে নানা রকমের বাধাবিঘ্নর সৃষ্টি হবে। হিন্দু বিশ্বাস অনুসারে, দেবী লক্ষী ঝাড়ুতে থাকেন। তাই সন্ধ্যার পরে বাড়িতে ঝাড়ু দেওয়া কখনোই শুভ লক্ষণ নয়। অক্ষয় তৃতীয়ার দিনেও ভুলেও সন্ধ্যার পর বাড়িতে ঝাড়ু দেবেন না।

আরও পড়ুন: Alcohol: শরীর থেকে মদ বার হতে কতক্ষণ লাগে? ‘ইউরিন’ও’ব্রেথ টেস্ট’ করার টাইমিং জানেন?

এছাড়া এই দিনে কোনরকমের বিতর্কে জড়ানো উচিত নয়. এই দিনে নারী এবং বয়স্ক ব্যক্তিদের অপমান করতে নিষেধ করা হয়েছে। এছাড়া কোন অভাবী কিংবা দরিদ্র ব্যক্তি দরজার বাইরে কিছু চাইলে তাকে খালি হাতে পাঠাবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী যতটা পারবেন ততটুকু দান করুন। আর মা লক্ষ্মীকে নিজের সংসারে আহ্বান জানানোর জন্য অক্ষয় তৃতীয়ার সন্ধ্যায় আপনার বাড়ির দরজায় একটি প্রদীপ জ্বালান। এর পাশাপাশি দরজায় অশোক পাতা দিয়ে একটি মালা লাগাতে পারেন। এতে আপনার সংসারের মা লক্ষ্মী সর্বদা বিরাজ করবে।