পরভীন ববি (Parveen Babi) ছিলেন সেই যুগের উদাহরণ। চিরাচরিত নিয়ম ভেঙে নতুন নিয়ম তৈরি করায় তার জুড়ি মেলা ভার। আর সেই কারণেই বোধহয় অভিনেত্রীর (Bollywood Actress) গোটা জীবনটাই ছিল বিতর্কে মোড়া। তার সাজপোশাক বলে দিত যে তিনি আর পাঁচজনের থেকে অনেকটাই আলাদা। আর এবার এই অভিনেত্রীর জীবন কাহিনী নিয়ে আসছেন উর্বশী রাউতেলা (Urvashi Rautela)।
পরভীন ববির জীবনের রহস্য জানতে মরিয়া আজকের প্রজন্মও। তার স্টারডম, তার গ্ল্যামার দেখে চোখ আটকায়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ব্যক্তিজীবন গোটাটাই রহস্যে ঢাকা। তবে এবার সেই রহস্য উন্মোচনের সময় চলে এসেছে। কারণ পরভীন ববির জীবননির্ভর ছবিতে মুখ্য চরিত্রে করছেন ঊর্বশী।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে তিনি লিখেছেন, “বলিউড ব্যর্থ হয়েছে, কিন্তু আমি আপনাকে গর্বিত করব পরভীন। নতুন শুরুয়াতের জাদুতে বিশ্বাস রাখুন।” তার সাথে চিত্রনাট্যের একটি পাতাও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন তিনি। যেখানে লেখা রয়েছে ছবির পরিচালকের নাম।
যা দেখে এটা স্পষ্ট যে ঊর্বশীর এই ছবিটি পরিচালনা করবেন ওয়াসিম এস খান। এদিকে চিত্রনাট্য লেখার কাজ করছেন ধীরজ মিশ্র। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই শুভেচ্ছাবার্তার ঢল নেমেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ লিখেছেন, “পরভীন ববিকে নিয়ে ছবি তৈরি করার জন্য ধন্যবাদ।” তো কারো মন্তব্য, “পরভীন ববির জীবন নির্ভর আপনার আসন্ন ছবিটি ব্লকবাস্টার হবেই।” আরেকজনের কথায়, “প্রথম কোনও অভিনেত্রী পরভীন ববির জন্য এগিয়ে এলেন। ”
প্রসঙ্গত উল্লেখ্য, সাল ২০০৫ সালের ২০ জানুয়ারি মুম্বাইয়ের ফ্ল্যাটে রহ্যজনকভাবে মৃত্যু হয় পরভীন ববির। মৃত্যুর চারদিন পর তার ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। কেরিয়ারের কথা বললে, ১০৭৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘চরিত্র’তে প্রথম অভিনয় করেন পরভীন। ছবিতে তার বিপরিতে ছিলেন ক্রিকেটার সেলিম দুরানি। তবে সেই সময় ছবিটি সেরকম চলেনি।
এরপর ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘মজবুর’ তাকে লাইমলাইটে নিয়ে আসে। পরভীন ববির বিপরীতে ছিলেন অমিতাভ বচ্চন ছিলেন। এরপর থেকেই নায়িকার চেনা ভাবমূর্তির বাইরে বেরিয়ে ছকভাঙা সাহসী চরিত্রে অভিনয় করেছিলেন বেশ কিছু ছবিতে। পাশাপাশি নজর কেড়েছিলেন ফ্যাশন সেন্সেও। এছাড়া একাধিক অ্যাফেয়ারের গল্প তো আছেই। আর এবার এই বিতর্কিত চরিত্রটিকেই পর্দায় ফুটিয়ে তোলার দায়ভার ঊর্বশীর কাঁধের উপর।