bollywood and south celebrities who worshiped as god by the fan

Papiya Paul

পূজো করেন দেবতার রূপে, এই ৬ তারকার নামে মন্দির রয়েছে ভারতের বিভিন্ন জায়গায়

নিউজশর্ট ডেস্কঃ অভিনেতা-অভিনেত্রীদের(Celebrities) ফ্যান ফলোয়ার্সের সংখ্যা সব সময় বেশি। এই তারকাদের অন্ধভক্ত হন অনেকেই। কেউ যেমন প্রিয় তারকার নামে শরীরে ট্যাটু করান, তেমনি কেউ আবার প্রিয় তারকা সিনেমা বেরোলে প্রথম শো দেখেন। কেউ আবার তারকাদের দেবতার জ্ঞানে পুজো করেন। আজকের এই প্রতিবেদনে বলিউড(Bollywood) এবং দক্ষিণী সিনে জগতের(South Industry) এমনই ৬  তারকার কথা বলব যাদের নামে দেশের বিভিন্ন জায়গায় মূর্তি এবং মন্দির রয়েছে।

   

১) নাগার্জুন(Nagarjuna): দক্ষিণের এই তারকার ফ্যান ফলোইং নিয়ে নতুন করে আর কিছু বলার নেই. দীর্ঘদিন তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মন জয় করে রেখেছেন। শুধু দক্ষিণে নয় সারা ভারতবর্ষ জুড়ে তার অনুরাগী রয়েছে। দক্ষিণের তার নামে একটি মন্দির রয়েছে। এই মন্দিরটি বানাতে প্রায় ২২ বছর সময় লেগেছে। অন্নমাচর্য এই মন্দির রয়েছে নাগার্জুনের নামে।

২) রজনীকান্ত(Rajnikant): রজনীকান্তকে দক্ষিণের থালাইভা বলা হয়। তাকে তার ভক্তরা ঈশ্বর জ্ঞানে পুজো করেন। কর্নাটকের কোলার জেলার লিঙ্গেশ্বর মন্দিরে তার নামে সহস্র লিঙ্গম তৈরি হয়েছে।

৩) সোনু সুদ(Sonu Sood): বলিউডের জনপ্রিয় এই অভিনেতা করোনার সময় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন সেখান থেকে তিনি হয়ে উঠেছেন গরিব মানুষের মসিহা। তেলেঙ্গানার দুব্বা তন্ড গ্রামে তার গ্রামে একটি মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে।

৪)অমিতাভ বচ্চন (Amitabh Bachchan): কলকাতার বুকে অমিতাভ বচ্চনের নামে একটি মূর্তি এবং মন্দির রয়েছে। বচ্চন ধাম নামে এই মন্দিরে কলকাতার ভক্তরা পুজো করেন।

৫) মমতা কুলকর্নি (Mamata Kulkarni): বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি। তার অভিনয় এবং সৌন্দর্য দেখে যারা মুগ্ধ সেই ফ্যানেরা অন্ধ্রপ্রদেশের নিলোরে তার নামে একটি মন্দির প্রতিষ্ঠা করেন।

৬) হানসিকা মতোয়ানি (Hansika Motwani) : এই অভিনেত্রীরও অনুরাগের সংখ্যা নেহাত কম নয়। মাদুরাইতে তার নামে একটি মন্দির রয়েছে যেখানে তার মূর্তি স্থাপন করে রোজ পুজো করা হয়।