jeet has brought new technology for his film boomerang

Papiya Paul

সবেতেই ফার্স্ট জিৎ, হলিউডকে নকল করে ‘বুমেরাং’ ছবিতে উন্নত প্রযুক্তি আনলেন অভিনেতা

নিউজশর্ট ডেস্কঃ যতদিন এগোচ্ছে ততই আরো বেশি অগ্রগতি হচ্ছে সিনেমার(Cinema)। বাংলা সিনেমাও(Bengali Cinema) এখন আর পিছিয়ে নেই। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অনেক বেশি স্মার্ট হচ্ছে বাংলার সিনেমা। শুটিং থেকে শুরু করে পোস্ট প্রোডাকশন, সব কিছুর দিক থেকেই প্রযুক্তির উন্নতি ঘটেছে। এবার বাংলা ছবিতে এক বিশেষ প্রযুক্তির উন্নত ক্যামেরার প্রবেশ ঘটালেন অন্যতম সুপারস্টার জিৎ(Jeet)। অভিনেতার প্রযোজনা সংস্থার অধীনে সম্প্রতি শুটিং চলছে পরিচালক সৌভিক কুন্ডু র ‘বুমেরাং'(Boomerang) ছবির।

   

যেখানে অভিনয় করছেন জিৎ এবং রুক্মিণী মৈত্র। এই ছবির প্রেক্ষাপট মূলত কল্পবিজ্ঞান নির্ভর। তাই এখানে এমন অনেক দৃশ্য রয়েছে, চরিত্র আছে, যার জন্য অন্যরকম কিছু ভাবছেন পরিচালক। আর সেই জন্য কিছু অংশ ‘সিনেবট’ ক্যামেরাতে শুটিং করছেন নির্মাতারা। কি এই ক্যামেরার কাজ? মূলত কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত এই ক্যামেরা বিভিন্ন অ্যাকশন দৃশ্য এবং জটিল দৃশ্য নির্ভুলভাবে শুট করতে পারে, এই ক্যামেরা অত্যন্ত দ্রুতগতি হওয়ায় পর্দায় দর্শকদের আরো কাছে নিয়ে আসবে চরিত্রদের।

বলিউডে ‘ধুম’ সিরিজেও এই ধরনের ক্যামেরা ব্যবহৃত হয়েছিল। এখন আবার দক্ষিণের ছবিতেও এই প্রযুক্তির প্রবেশ করেছে। এই প্রথমবার কোন বাংলা ছবিতে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রযোজনা সংস্থা। এটুকুতেই থেমে নেই জিৎ। এর পাশাপাশি স্টান্টের জন্য যে বাইক ব্যবহৃত হয় সেটার বদলে এই ছবিতে একটি শেষ মোটরবাইক তৈরি করেছে ইউনিট। এটাকে ‘ফিউচারিস্টিক বাইক’ বলে দাবি করছেন নির্মাতারা।

জিৎ বলেছেন, ‘‘দর্শকদের জন্য সব সময়েই আমি নতুন কিছু করতে চাই। আমার মনে হয় সিনেবট প্রযুক্তি এবং ফিউচারিস্টিক বাইকের এই নতুন অভিজ্ঞতা দর্শকদের পছন্দ হবে।” পরিচালক সৌভিক বলেছেন, ‘‘যে কোনও নতুন জিনিস শুরুতে কঠিন মনে হয়। কিন্তু সিনেবট আমাদের কাজ অনেকটাই সহজ করে দিয়েছে।” জিৎ ও রুক্মিনী ছাড়াও সত্যম ভট্টাচার্য এবং দেবচন্দ্রিমা সিংহ রায়, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী প্রমুখ।