ভারতীয় সঙ্গীত জগতে অরিজিৎ সিং (Arijit Singh) নামটাই যথেষ্ট, আবার এদিকে বলিউডেও (Bollywood) পরিচয়ের জন্য সলমন খান (Salman Khan) নামটাই যথেষ্ট। এমতাবস্থায় এই দুই তারকা যদি একে অপরের বিরুদ্ধে উঠেপড়ে লাগে তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? এর আগে ২০১৪ সালে ঘটে যাওয়া অরিজিৎ এবং সলমনের ক্যাটফাইট সম্পর্কে তো সকলেই অবগত। ভাইজানের সাথে ঝগড়া (Fight) এমন পর্যায়ে পৌঁছেছিল যে সোশ্যাল মিডিয়াতে কলম ধরতে হয়েছিল অরিজিৎ-কে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালে সালমান খান রীতেশ দেশমুখের সঙ্গে একটি অ্যাওয়ার্ড শোয়ের সঞ্চালনা করছিলেন। অরিজিৎ ছিলেন বিজেতা। তবে কোন একটি গানের এডিটিং নিয়ে টানা ১২ থেকে ১৩ ঘন্টা ব্যস্ত ছিলেন তিনি। এরপর অ্যাওর্ড নিতে কলকাতা থেকে মুম্বাইতে উড়ে গিয়েছিলেন তিনি। আর কেতাদুরস্ত পোশাক তিনি কোনোদিনই পরেননি সেদিনও ছিলেন সাদামাটা। পায়ে স্লিপার, ক্যাজুয়াল শার্টেই এয়ারপোর্ট থেকে সোজা পৌঁছে যান মঞ্চে।
অরিজিৎ-কে এই পোশাকে দেখে সলমন ঠাট্টার সুরে বলেন, “তুই বিজেতা?” একে তো সারাদিনের ক্লান্তি তার উপর সলমনের এই কটাক্ষ মেনে নিতে পারেননি অরিজিৎ। উত্তর দিয়ে বসেন, “আপনারা ঘুম পাড়িয়ে দিয়েছেন।” অরিজিৎ-র কথায় সালমান এতটাই রেগে যান যে তার রেকর্ড করা গান সালমানের ছবি থেকে বাদ পড়ে যায়। এবং এখনো পর্যন্ত সলমনের কোন ছবিতে অরিজিৎ-র গান শোনা যায়নি।
যদিও অরিজিৎ বিষয়টা মিটিয়েই নিতে চেয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছিলেন, ‘সেদিন শো-তে আমার ওভাবে কথা বলা ভুল ছিল। আমি বুঝতে পেরেছি পরে। আমি এটির জন্য অত্যন্ত দুঃখিত বোধ করেছি কারণ আমি এবং আমার পরিবার দীর্ঘদিন ধরে আপনার ভক্ত। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আপনি বুঝতে পারেননি।’ তিনি জানান, সলমনের সাথে যোগাযোগ করতে চাইলেও তিনি ব্যর্থ হয়েছেন। আর তাই এই পন্থা।
এরপর আরো একবার অরিজিৎ বনাম সলমন ডিবেট সামনে আসে। আসলে এক সাক্ষাৎকারে অটোটিউন সম্পর্কে অরিজিৎ-কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘‘অনেক ভালো গায়কই অটোটিউন নিয়ে বিরক্ত কারণ বাজে গায়করা এটা ব্যবহার করে গান গাইছে। আমার মনে হয় আপনি কীভাবে এটি ব্যবহার করছেন তা আসল।” এরপর তার কাছে প্রশ্ন আসে, “অভিনেতারাও ব্যবহার করছে”।
অরিজিৎ-র কথায়, “সালমান-অক্ষয়ও গান গাইছেন। যদিও ভালই। আমার ভাল লাগে।” তবে গায়কের কথা শুনে হাসির রোল ওঠে উপস্থিত মানুষদের মধ্যে। সম্প্রতি এই ভিডিওটিই আবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একজন লিখেছেন, “ভুল তো কিছু বলেনি আমার তো শুনে মনে হল না কোথাও কটাক্ষ করছে। সত্যি কথা সহজ করে বলেছে।” আরেকজন লিখছেন, “অরিজিৎ একমাত্র সালমান খান চেয়েও যার ক্ষতি করতে পারেনি। এটাই অরিজিত সিংয়ের পাওয়ার।”