Bollywood Celeb shared their favourite food

Papiya Paul

প্রিয়াঙ্কা থেকে আলিয়া, এই খাবারগুলি দেখলে জিভে জল চলে আসে বলিউডের যে ৬ তারকার

নিউজশর্ট ডেস্কঃ Bollywood Celeb Shared Their Favourite Food : রূপোলী পর্দায় নিজের প্রিয় তারকাদের সুন্দর ছিপছিপে চেহারা দেখে ঈর্ষা হয়? ভাবেন তো কীভাবে এতো সুন্দর হতে পারে কেউ? স্বাভাবিকভাবেই এই চেহারা ধরে রাখতে কঠোর পরিশ্রমের পাশাপাশি পরিমিত স্বাস্থ্যকর খাবারেই সীমাবদ্ধ রাখতে হয় তাদের জীবন।মাঝে মাঝে বলি তারকারাও(Bollywood Celeb) ডায়েটকে বলেন টা টা বাই বাই। আজ এই প্রতিবেদনে আমরা জানাবো খ্যাতনামা বলি স্টারদের পছন্দের চিট-ফুডের কথা।

   

১. টাইগার শ্রফ :- হ্যান্ডসাম হাঙ্ক টাইগার শ্রফ তার বডি ফিটনেসের জন্য বিশেষ পরিচিত। তবে জেনে অবাক হবেন তিনি আইসক্রিম খেতে ব্যাপক পছন্দ করেন।

২. দীপিকা পাড়ুকোন :- স্বাস্থ্য সচেতন দীপিকার চিটডে তে থাকে চকলেট কেক, ব্রাউনি এবং সাথে ভ্যানিলা আইসক্রিম।

৩. রণবীর সিং :- বলিউডের ফ্যাশন আইকন রণবীর সিং ও ভীষন খাদ্যরসিক। সামনে নিউট্রেলা থাকলে নিজেকে সামলাতে পারেননা তিনি।

৪. আলিয়া ভাট :- পর্দায় আলিয়ার অ্যাপিয়ারেন্স দর্শকমহলে খুবই জনপ্রিয়। তবে এই তন্বী অভিনেত্রীর দাবি অনুযায়ী এমন কোনো দুশ্চিন্তা নেই যেটা ফ্রেঞ্চ ফ্রাই এবং বার্গার দূর করতে পারেনা।

৫. হৃতিক রোশন :- বিশ্বের লাখো মেয়ের হার্টথ্রব গ্রীক গড হৃতিক রোশন। জানা গেছে সময় সুযোগ পেলেই সিঙাড়ার ঝাঁপি নিয়ে বসেন তিনি।

৬. প্রিয়াঙ্কা চোপড়া :- ইন্টারন্যাশনাল সেলিব্রেটি পিগি চপসও নিজের সামনে ডোনাট দেখলে ডায়েট ভুলে যান।