karishma kapoors husband sanjay kapoor left her for this lady

হানিমুনে বন্ধুদের কাছে বৌকে ‘নিলামে’ তুলেছিলেন, করিশ্মাকে ছেড়ে এই সুন্দরীকে বিয়ে করেন সঞ্জয়!

মাত্র কয়েকদিন আগেই মুম্বইতে লেন্সবন্দি হয়েছিলেন করিশ্মা কাপুর (Karishma Kapoor) এবং তাঁর প্রাক্তন স্বামী তথা ব্যবসায়ী সঞ্জয় কাপুর (Sanjay Kapoor)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ছবি। জানা গিয়েছিল ছেলের জন্মদিন উপলক্ষেই এদিন একসঙ্গে দেখা গেছিল তাঁদের, যদিও সঞ্জয়ের সঙ্গে এসেছিলেন তাঁর দ্বিতীয় পত্নী প্রিয়া সচদেব।

সবকিছু ঠিকঠাক থাকলে আজ বচ্চন পরিবারের পুত্রবধূ হতেন করিশ্মা কপূর। বিয়ের সবকিছুই ঠিকঠাক হয়ে গেছিল। কিন্তু হঠাৎ করেই ভাঙ্গন ধরে সেই সম্পর্কে। এরপরেই ব্যবসায়ী সঞ্জয় কপূরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। তবে সুখের হয়নি তাঁর বৈবাহিক জীবন।

বিয়ের পর থেকেই স্বামী সহ শশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে মানসিক অশান্তির অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী করিশ্মা কপূর। টালমাটাল; পরিস্থিতির মধ্যেই দু-দুটি সন্তানের মাও হন তিনি। কিন্তু তবুও ফিরে আসেনি সংসারে সুখ। এমনকি একটা সময় বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন অভিনেত্রী।

Karishma-Sanjay

১৩ বছরের দাম্পত্য হঠাৎ করেই থমকে যায়। তবে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন সঞ্জয় কপূর। প্রেমিকা প্রিয়া সচদেবের সঙ্গে বাঁধা পড়েন সাতপাকে। তবে এখনও সন্তানদের সঙ্গে একই রয়েছেন অভিনেত্রী। দ্বিতীয়বার বিয়ে তো দূরের কথা কারোর সঙ্গে শোনা যায়নি প্রেমের গুঞ্জনও।

Karishma-Sanjay

২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী করিশ্মা কাপুর। ঘর আলো করে আসে একটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান। সবই চলছিল ঠিকঠাক। হঠাৎ করেই ভাঙ্গন ধরে সেই সম্পর্কে। ২০১৬ সালে আলাদা হয়ে যায় তাঁদের পথ চলা। এরপর ২০১৭ সালে প্রিয়া সচদেবের সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন সঞ্জয়।

Karishma-Sanjay

শোনা যায়, প্রিয়া সচদেবের সঙ্গে আগের থেকেই প্রেমের সম্পর্ক ছিল সঞ্জয়ের। আর সে কারণেই অভিনেত্রীর ওপর চলত অত্যাচার। এমনকি বন্ধুদের সামনে স্ত্রীর রেটও তুলেছিলেন এই ব্যবসায়ী। এক সাক্ষাৎকারে এমনই অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী করিশ্মা।

Papiya Paul

X