Papiya Paul

কেউ ৩ কোটি তো কেউ ২ কোটি, বলিউডের তারকার দেহরক্ষীদের বেতন জানলে অবাক হবেন

বলিউডের প্রায় সব সেলেবদের সঙ্গে তাদের বডিগার্ডদের দেখতে পাওয়া যায়। তাদের জনপ্রিয়তার কারণে সব সময় পাপারাজি থেকে শুরু করে ফ্যানেরা তাদের ঘিরে থাকে। আর তাই তাদের কোনো অসুবিধা যাতে না হয় সেই সমস্ত কিছু দেখার দায়িত্বে থাকেন তাদের ব্যক্তিগত দেহরক্ষী। এর বিনিময়ে মোটা বেতন পায় তারা। এমনকি এক একজনের বেতনে বিলাসবহুল ফ্ল্যাট কিনে নেওয়া সম্ভব। তাহলে আজকের এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক বলিউডের কোন সেলেবের দেহরক্ষীদের বেতন কেমন পান।

   

১)সালমান খান- সালমান খানের দেহরক্ষী শেরার জনপ্রিয়তা কিন্তু প্রচুর। তারকাদের মতো তাকে নিয়েও বেশ চর্চা চলে অনুরাগীদের মধ্যে। প্রায় আড়াই দশক ধরে তিনি সালমান খানের সঙ্গে এই বডিগার্ডের কাজ করছেন। তার আসল নাম গুরমিত সিং জলি। সালমানের সাথে ছায়ার মতো থাকেন তিনি। তাকে ছাড়া চলতেই পারেন না সালমান খান। আর এর জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়া হয় শেরাকে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সালমান খান শেরাকে এক মাসের বেতন দেন ১৬ লাখ ৫০ হাজার টাকা অর্থাৎ এক বছরে যা ২কোটি টাকার ওপরে।

২) শাহরুখ খান- শাহরুখ খানকে সব সময় পাহাড়া দেন তার দেহরক্ষী রবি সিং। তিনি বহু বছর ধরে শাহরুখ খানের নিরাপত্তা দিয়ে আসছে। প্রত্যেক মাসে তার দেহরক্ষীকে তিনি বেতন নেন ২২ লাখ ৫০ হাজার টাকা যা বছরে ৩ কোটি টাকার কাছাকাছি।

৩) অক্ষয় কুমার- অক্ষয় কুমারের দেহরক্ষী হলেন শ্রেয়াস। সব সময় চারপাশে থাকেন যাতে কখনো কোনো বিপদের সম্মুখীন হতে না হয় খিলাড়ি কুমারকে। রিপোর্ট অনুযায়ী, শ্রেয়াসের মাসিক বেতন ১০ লক্ষ টাকার উপরে।

৪) আমির খান- মিস্টার পারফেকশনিস্টর দেহরক্ষী হলেন যুবরাজ ঘোরপারে। আমির খান তাকে ১৬ লক্ষ ৬০ হাজার টাকা করে প্রত্যেক মাসে বেতন দেন রিপোর্টে জানা গিয়েছে।

৫) অনুষ্কা শর্মা- বিরাট কোহলি- এই জনপ্রিয় জুটির দেহরক্ষীর নাম হল প্রকাশ। যিনি প্রত্যেক মাসে ১০ লক্ষ টাকা আয় করেন বলে তথ্য অনুযায়ী জানা গিয়েছে।

৬) দীপিকা পাড়ুকোন- বলিউডের এইমুহূর্তে সবথেকে জনপ্রিয় অভিনেত্রী হলেন দীপিকা পাড়ুকোন। সুতরাং তার সঙ্গে দেহরক্ষী থাকবে না এটা তো হয়না। দেহরক্ষী জালাল সব সময় তার পাশে থাকেন। অভিনেত্রী তাকে আবার নিজের ভাই হিসেবে মনে করেন। তাকে রাখিও পড়ান তিনি। সূত্র মারফত জানা গিয়ে,ছে দীপিকার দেহরক্ষী জালালের বার্ষিক বেতন ৮০ লাখ টাকা থেকে ১ কোটি কোটি টাকা পর্যন্ত।