বিনোদন,বলিউড,বলিউড গসিপ,প্রকাশ ঝাঁ,Entertainment,Bollywood,Bollywood Gossip,Prakash Jha

Papiya Paul

‘গুটখার বিজ্ঞাপন করে ৫০ কোটি উপার্জন, অভিনয়ের দরকার নেই!’ অভিনেতাদের নিয়ে কটাক্ষ পরিচালক প্রকাশের

বেশ কিছু মাস ধরে বলিউডের ছবি বক্স অফিসে সেভাবে কামাল দেখাতে পারেনি। বিগ বাজেটের বহু সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। যদিও সদ্য মুক্তি প্রাপ্ত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ সফল হয়েছে, কিন্তু লাল সিং চাড্ডা কিংবা অক্ষয় কুমারের রক্ষা বন্ধন ছবি  একপ্রকার ফ্লপ হয়েছে।

   

আর বারবার এই ব্যর্থতার জন্য নানারকম প্রশ্নের সম্মুখীন হচ্ছেন অভিনেতারা। আর এবার এই বিতর্ক ফের উসকে দিলেন পরিচালক প্রকাশ ঝা। তিনি বলেন, ‘পাঁচ-ছয় জন অভিনেতা রয়েছেন যাদের দুর্দশা দেখে অবাক লাগে। গুটখার বিজ্ঞাপন করে যদি ৫০ কোটি টাকা পাওয়া যায়, তবে আমার ছবিতে তারা কাজ করতে কেন চান আবার?’

পরিচালকের মধ্যে প্রকাশ ঝা বরাবরই মুখের ওপর স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। আর এইবারও সেটার অন্যথা হয়নি। তিনি মনে করেন, অভিনেতাদের এখন অভিনয় করার সময় নেই। এমনকি নাম না করে তিনি এক তারকার সম্পর্কে বলেছেন যে যার পাঁচটি ছবি ব্যর্থ হয়েছে কিন্তু তিনি আবার ১২ টি বিজ্ঞাপন ছবির শুটিং করেছেন। আর এই বিজ্ঞাপন থেকে প্রচুর টাকা উপার্জন হচ্ছে। আর তাই ছবি কিংবা অভিনয় নিয়ে মাথা ঘামানোর সময় নেই তাদের।

তার মতে, ঠিক এই অভিনেতারাই বলিউডের বর্তমান সময়ের খারাপ পরিণতির জন্য দায়ী। তাদের প্রত্যেকের একসঙ্গে বসে চিন্তাভাবনা করা উচিত হলে মনে করছেন পরিচালক। আগে যেভাবে ছবি তৈরি করা হতো এখন আর সেভাবে তৈরি করা হয় না। এর ফলে এই ছবির গুণগতমানেরও পরিবর্তন দেখা যায়। আর এইসব কারণেই বর্তমান সময়ে বলিউডের ভরাডুবির জন্য দায়ী বলে মনে করছেন পরিচালক।