bollywood not salman nor shahrukh this actor earned more fees

সলমন-শাহরুখ নয়, বলিউডের এই সুপারস্টারের পারিশ্রমিকের জন্য ঘাম ঝরতো প্রযোজকদের!

বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা (Bollywood’s highest paid actor) কে? এই প্রশ্ন করলেই তিনটি নাম মাথায় আসবে তা হল শাহরুখ খান (Shahrukh Khan), আমির খান (Aamir Khan) এবং সলমন খান (Salman Khan)। তবে আজ আমরা যেটা বলব সেটা শুনলে আপনি বিশ্বাসও করতে চাইবেন না। কারণ বলিউডে এমন একজন সুপারস্টার ছিলেন, যার সামনে সালমান-শাহরুখ-আমিরের পারিশ্রমিক কিছুই ছিল না।

এমতাবস্থায় আপনি নিশ্চয়ই ভাবছেন কে এমন একজন অভিনেতা ছিলেন, যার পারিশ্রমিকের সামনে বলিউডের এই তিন খানের পারিশ্রমিকের কিছুই না। তো চলুন, আজ আমরা সেই অভিনেতার কথাই বলি। তিনি আর কেউ নন বরং, ট্র্যাজেডি কিং নামে পরিচিত দিলীপ কুমার (Dilip Kumar)। যদিও আজকের দিনে তিনি আর আমাদের মধ্যে নেই।

উল্লেখ্য, দিলীপ সাহেব আজ আমাদের মাঝে না থাকলেও তার স্মৃতি আজও বেঁচে আছে ভক্তদের হৃদয়ে। বিগত ৫ দশক ধরে বলিউডে রাজত্ব করতে থাকা দিলীপ কুমারের অভিনয়ে মানুষ পাগল ছিল। যে চরিত্রেই তিনি অভিনয় করতেন তাতেই তিনি প্রাণ ভরে দিতেন। দীর্ঘ কেরিয়ারে একাধিক ধরণের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

নিজের নিখুঁত এবং বলিষ্ঠ অভিনয় দিয়ে গোটা বিশ্বেই এক পরিচিতি তৈরি করেছিলেন এই ট্র্যাজেডি কিং। এতদিন পরেও তার ভক্তের অভাব নেই। জানিয়ে রাখি, এই অভিনেতার কেরিয়ারের সূচনা হয়েছিল ১৯৪৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘জোয়ার ভাটা’ ছবির হাত ধরে। এরপর মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

ETimes-এর একটি প্রতিবেদন অনুসারে, তিনি ৫০-এর দশকে দাঁড়িয়ে একটি ছবির জন্য এক লাখ টাকা নিতেন। এই অঙ্ক তখনকার দিনে একটি বিশাল পরিমাণ হিসাবে বিবেচিত হত। বলা হয়, তখনকার দিনে দিলীপ কুমারকে ছবিতে চুক্তিবদ্ধ করতে ঘাম ঝরে যেত নির্মাতাদের। এমনকি এখনকার টাকার মূল্যের সাথে তখনকার মূল্য তুলনা করলেও বুঝতে পারবেন যে তিনি কত বেশি পারিশ্রমিক নিতেন।

Avatar

Moumita

X