Bollywood Songs

শুধু সিনেমা নয়, গান তৈরিতেও খরচ হয়েছে কোটি কোটি টাকা, বলিউডের সবচেয়ে দামী গানগুলি কোনটি জানেন?

গান(Song) ছাড়া একেবারেই অসম্পূর্ণ সিনেমা। বলিউড (Bollywood) হোক অথবা টলিউড (Tollywood) কিংবা দক্ষিণী ছবি(South Movie)। সব ক্ষেত্রেই রয়েছে গানের রমরমা। এমনকি ছবি মুক্তি পাওয়ার আগেই মুক্তি পায় গান। আর সেই গান সুপার ডুপার হিট হলেই হলমুখী হন সিনেপ্রেমীরা। তবে জানেন কি এই গান তৈরিতেও কোটি কোটি টাকা খরচ করেন প্রযোজকরা।

আজকের এই প্রতিবেদনে আমরা জানাবো এমন কিছু গানের কথা যেগুলি তৈরি করতে প্রায় কোটি টাকা খরচ করেছেন প্রযোজকরা। ছবিও সাফল্য পেয়েছে বক্স অফিসে। ঘরে এসেছে বিপুল টাকা।

ছাম্মাক ছাল্লো : বিগ বাজেটের ছবি ‘রা. ওয়ান’। ছবিতে মুখ্য চরিত্রে দেখা গেছে বলিউড বাদশা শাহরুখ খান এবং কারিনা কাপুরকে। জানা যাচ্ছে, এই ছবির গান ‘ছাম্মাক ছাল্লো’র জন্য প্রায় তিন কোটি টাকা খরচ করা হয়েছে।

বিনোদন,বলিউড,গসিপ,Entertainment,Bollywood,Gossip

ডোলা রে ডোলা : পরিচালক সঞ্জয় লীলা বানসালি দর্শকদের উপহার দিয়েছেন ‘দেবদাস’ ছবি। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা গেছে শাহরুখ খান এবং ঐশ্বর্য রাই বচ্চনকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন জ্যাকি শ্রফ এবং মাধুরী দীক্ষিত। এই ছবির গান ‘ডোলা রে ডোলার’ জন্য প্রায় আড়াই কোটি টাকা খরচ করা হয়েছে। এক সংবাদ সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন কোরিওগ্রাফার সরোজ খান।

বিনোদন,বলিউড,গসিপ,Entertainment,Bollywood,Gossip

ঘুমার ঘুমার : ২০১৮ সালে বক্স অফিসে মুক্তি পেয়েছিল দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি ‘পদ্মাবত’। এই ছবির একটি গান ‘ঘুমার ঘুমার’। ছবি মুক্তির আগেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এই গানটি। এই গানের জন্য তৈরি করা হয়েছিল আলাদা করে সেট। জানা যাচ্ছে, প্রায় চার কোটি টাকা খরচ করে গানটি তৈরি করেছেন নির্মাতারা।

বিনোদন,বলিউড,গসিপ,Entertainment,Bollywood,Gossip

ঘর মোর পরদেশিয়া : ‘কলঙ্ক’ ছবির গান ‘ঘর মোর পরদেশিয়া’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সঙ্গীতপ্রেমীদের কাছে। জানা যাচ্ছে, এই গান তৈরির জন্য ৭ কোটি টাকা খরচ করেছিলেন নির্মাতারা। মাধুরী দীক্ষিতের পাশাপাশি এই গানে দেখা গেছে আলিয়া ভাটকে।

বিনোদন,বলিউড,গসিপ,Entertainment,Bollywood,Gossip

কিলিমাঞ্জারো : ‘রোবট’ ছবির এই গান তৈরিতে ৪ কোটি টাকা খরচ করেছে নির্মাতারা। গানের শুটিং হয়েছে পেরুর মাচু পিচুতে।

Avatar

Additiya

X