হুবহু বাবা-মায়ের মুখ বসানো! বলিউডের এই ৫ স্টারকিড দেখতে অবিকল তাদের বাবা-মায়ের মতই

নিউজশর্ট ডেস্কঃ Bollywood Starkid’s Look : সেলিব্রেটিদের নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন থেকে প্রফেশনাল জগত সব কিছু সম্পর্কে জানতে পছন্দ করেন দর্শকেরা। শুধু সেলিব্রিটি নয়, বলিউডের(Bollywood) জনপ্রিয় সেলিব্রেটিদের সন্তানদের নিয়ে মেতে থাকেন নেটিজেনরা। তারা কখন কি করছেন সমস্ত কিছুই ধরা পড়ে যায় পাপারাজ্জিদের ক্যামেরা।

তবে বলিউডের এমন কিছু সেলেব আছেন যাদের সন্তানেরা পুরোপুরি মা-বাবার কার্বন কপি। আর তাই তাদের নিয়ে আগ্রহ বেশি থাকে সিনেপ্রেমীদের। আজকের এই প্রতিবেদনে বলিউডের এমনই ষ্টার কিডদের(Starkid) কথা জানাব যারা হুবহু নিজের মা বাবার মতোই দেখতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক, কারা কারা রয়েছেন এই তালিকায়।

১) আরিয়ান খান (Aryan Khan)-
সবার প্রথমেই রয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। গত বছর তাকে নিয়ে বেশ তর্ক-বিতর্ক চলেছে। তবে আরিয়ানকে দেখতে হুবহু কিশোর বয়সের শাহরুখ খানের মতো।

২)ইব্রাহিম খান (Ibrahim Khan)-
নবাব পত্র সইফ আলী খানের প্রথম পক্ষের শ্রী অমৃতা রাওয়ের ছেলে ইব্রাহিম খান। ছোটবেলা থেকেই হুবহু বাবার মতোই দেখতে ইব্রাহিমকে। আর যত দিন যাচ্ছে ততই সইফের লুক পাচ্ছেন ইব্রাহিম। ইব্রাহিমকে সইফের কার্বন কপি বলে থাকেন অনেকেই।

৩) সারা আলী খান (Sara Ali Khan)-
সইফ আলী খানের আরেক সন্তান হলেন বলিউডের উঠতি অভিনেত্রী সারা আলি খান। যিনি সইফের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সন্তান। ইব্রাহিমকে যেমন দেখতে তার বাবার মত ঠিক তেমনি সারাকে অবিকল তার মার মতই দেখতে।

৪)জাহ্নবী কাপুর (Janhavi Kapoor)-
এই সময়ে বলিউডের অন্যতম জনপ্রিয় ষ্টার কিড তথা অভিনেত্রী জাহ্নবী কাপুর। ইতিমধ্যেই বেশ কিছু ছবিতে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন। এই অভিনেত্রী তার মায়ের মত দেখতে।

৫) টাইগার শ্রফ (Tiger Shroff)-
অভিনয়ের পাশাপাশি নাচ করেও অনুগামীদের মন জয় করে নিয়েছেন জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ। তার ড্যাশিং ফিগারে ঘায়েল মহিলা ভক্তরা। এই অভিনেতাকেও হুবুহু তার বাবার মতই দেখতে।

 

Papiya Paul

X