Bollywood,Entertainment,Gossip,Engineer,Sushant Singh Rajput,Kriti Shanan,Ritesh Deshmukh,Vicky Kaushal,বলিউড,বিনোদন,গসিপ,ইঞ্জিনিয়ার,সুশান্ত সিং রাজপুত,কৃতি শ্যানন,রিতেশ দেশমুখ,ভিকি কৌশল

Moumita

ছিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, মোটা অঙ্কের টাকার চাকরি ছেড়ে বলিউডে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন ৭ তারকা

স্বজনপোষন শব্দটা যেন বলিউডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। টিনসেল নগরীর বাসিন্দাদের সম্পর্কে তো এই কথা হামেশাই শোনা যায়। তবে সবাই কি একইরকম? বি টাউনে এমন অনেক তারকাই রয়েছেন যারা সম্পূর্ণ নিজের দমে প্রতিষ্ঠিত হয়েছে। যাদের পরিবারের সঙ্গে ইন্ডাস্ট্রির দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই। উল্টে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা সত্ত্বেও মোটা অঙ্কের চাকরি ছেড়ে পরিচালকদের দুয়ারে দুয়ারে ঘুরেছেন। বেছে নিয়েছেন অভিনয়ের মতো অনিশ্চিত পেশা।

   

১. সুশান্ত সিং রাজপুত : বছর ৩৪ এর এই অভিনেতা যে, লম্বা রেসের ঘোড়া তা তিনি কয়েকটা ছবি দিয়েই বুঝিয়ে দিয়েছিলেন। তাঁর ছোটো পর্দা থেকে বড়ো পর্দার সফরটা এতোটাও সহজ ছিলোনা। তবে জানিয়ে অভিনয় ছাড়াও তাঁর ঝুলিতে একটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিও ছিল। এমনকি এই প্রয়াত অভিনেতার কাছে স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের প্রস্তাবও এসেছিল। যদিও সবছেড়ে অভিনয়টাকে ই আঁকড়ে ধরেছিলেন তিনি।

Bollywood,Entertainment,Gossip,Engineer,Sushant Singh Rajput,Kriti Shanan,Ritesh Deshmukh,Vicky Kaushal,বলিউড,বিনোদন,গসিপ,ইঞ্জিনিয়ার,সুশান্ত সিং রাজপুত,কৃতি শ্যানন,রিতেশ দেশমুখ,ভিকি কৌশল

২. ভিকি কৌশল : এখনও পর্যন্ত যে কয়টা সিনেমা করেছেন প্রতিটাতেই দেখা গেছে তার দূর্ধর্ষ অভিনয় দক্ষতা। মাসান ছবির গোবেচারা প্রেমিক হোক কী উরি’র দুঃসাহসী অফিসার, সবেতেই বাজিমাত করেছেন তিনি। তবে একথা খুব কম মানুষই জানেন যে, অভিনয়ে আসার আগে,মুম্বইয়ের রাজীব গাঁধী ইনস্টিটিউট থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং করেছেন ভিকি।

Bollywood,Entertainment,Gossip,Engineer,Sushant Singh Rajput,Kriti Shanan,Ritesh Deshmukh,Vicky Kaushal,বলিউড,বিনোদন,গসিপ,ইঞ্জিনিয়ার,সুশান্ত সিং রাজপুত,কৃতি শ্যানন,রিতেশ দেশমুখ,ভিকি কৌশল

৩. তাপসী পান্নু : পিছিয়ে নেই তাপসী পান্নুও। তামিল, তেলেগু, হিন্দি সহ বেশ কয়েকটি ভাষায় কাজ করেছেন তিনি। তবে বলিউডের পা রাখার আগে নয়াদিল্লির গুরু তেগ বাহাদুর ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্সে ডিগ্রি অর্জন করেন এই অভিনেত্রী। এরপর বেশ কিছুদিন চাকরি করার পর মডেলিংয়ে আসেন এবং সেখান থেকেই অভিনয় জগতে।

Bollywood,Entertainment,Gossip,Engineer,Sushant Singh Rajput,Kriti Shanan,Ritesh Deshmukh,Vicky Kaushal,বলিউড,বিনোদন,গসিপ,ইঞ্জিনিয়ার,সুশান্ত সিং রাজপুত,কৃতি শ্যানন,রিতেশ দেশমুখ,ভিকি কৌশল

৪. আর মাধবন : টলি থেকে বলি সব জায়গাতেই তার অবাধ বিচরণ। এমনকি বাদ যায়নি টেলি সিরিজও। ‘রকেট্রি দ্য নাম্বি এফেক্ট’ খ্যাত এই অভিনেতা স্নাতকস্তরের পড়াশোনা সেরেছিলেন কোলাপুরের রাজারাম কলেজ থেকে। ইলেকট্রনিক্সে ডিগ্রি অর্জন করার পর তার ইচ্ছে ছিলো ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার। যদিও শেষমেষ তা ত্যাগ করে ফিরে আসেন অভিনয় জগতে।

Bollywood,Entertainment,Gossip,Engineer,Sushant Singh Rajput,Kriti Shanan,Ritesh Deshmukh,Vicky Kaushal,বলিউড,বিনোদন,গসিপ,ইঞ্জিনিয়ার,সুশান্ত সিং রাজপুত,কৃতি শ্যানন,রিতেশ দেশমুখ,ভিকি কৌশল

৫. কার্তিক আরিয়ান : এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ তিনি। সম্পূর্ণ বাইরে থেকে এসে যেভাবে বলিউডে নিজের কদর বাড়াচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। এই তারকা নভি মুম্বইয়ে ডিওয়াই পাটিল কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা করেছেন। শুধু তাই নয়, বায়োটেকনোলজিতে ডিগ্রিও রয়েছে তার।

Bollywood,Entertainment,Gossip,Engineer,Sushant Singh Rajput,Kriti Shanan,Ritesh Deshmukh,Vicky Kaushal,বলিউড,বিনোদন,গসিপ,ইঞ্জিনিয়ার,সুশান্ত সিং রাজপুত,কৃতি শ্যানন,রিতেশ দেশমুখ,ভিকি কৌশল

৬. রিতেশ দেশমুখ : মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এক কালের কেন্দ্রীয় মন্ত্রী বিলাসরাও দেশমুখ। এই বাড়ির ছেলে রিতেশ। পুরো পরিবার রাজনীতির সাথে যুক্ত থাকলেও তিনি হেঁটেছেন একেবারে ভিন্নপথে। মুম্বইয়ের কমলা রহেজা কলেজ অব আর্কিটেকচার থেকে স্থাপত্যবিদ্যার ডিগ্রিধারি এই অভিনেতা পেশা হিসেবে বেছে নিয়েছেন অভিনয়কেই।

Bollywood,Entertainment,Gossip,Engineer,Sushant Singh Rajput,Kriti Shanan,Ritesh Deshmukh,Vicky Kaushal,বলিউড,বিনোদন,গসিপ,ইঞ্জিনিয়ার,সুশান্ত সিং রাজপুত,কৃতি শ্যানন,রিতেশ দেশমুখ,ভিকি কৌশল

৭. কৃতী শ্যানন : এই মুহূর্তে বলিউডের ফাইনেস্ট অভিনেত্রীদের মধ্যে অন্যতম কৃতি শ্যানন। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও কৃতি প্রথম থেকেই নিজের লক্ষ নিয়ে বেশ ফোকাসড ছিলেন। আর সেই কারণেই প্রথম থেকেই মডেলিংকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। স্নাতক স্তরে নয়ডার জেপি ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন্সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে কৃতীর। যদিও ক্যামেরার সামনে দাঁড়ানোটাই উচিত মনে করেন তিনি।