গ্ল্যামার জগতে প্রবেশ করা যতটা না কঠিন তার চেয়েও বেশি কঠিন সেই দুনিয়ায় টিকে থাকা। একটা ভুল সিদ্ধান্ত নষ্ট করে দিতে পারে পুরো কেরিয়ার। তবে তারাও মানুষ এবং ভুল তাদেরও হয়। কখনও কখনও ভুল স্ক্রিপ্ট বাছাই করার জন্য বড়ো রকমের মাশুলও দিতে হয়েছে তাদের। তার জন্য পরবর্তীকালে বেজায় আফশোস করেছেন তারা। আজকে এমনই কিছু তারকা আর তাদের ছবি নিয়ে আলোচনা করবো এই প্রতিবেদনে।
১) হিম্মতওয়ালা : এই তালিকায় প্রথমেই নাম থাকবে অজয় দেবগনের। পরিচালক সাজিদ খানের ‘হিম্মতওয়ালা’ ছবিটি ছিলো অজয়ের কেরিয়ারের একটা বড়ো ফ্লপ। ফিল্ম ক্রিটিক দের মতে ছবিটির স্ক্রিপ্ট একেবারেই সময়োপযোগী ছিলোনা। আর এটাই ছিলো ছবি ফ্লপ হওয়ার অন্যতম বড়ো কারণ।
২) গোবিন্দা : বলা হতো যে ছবিতে গোবিন্দা আছে সেই ছবি ফ্লপ হওয়ার কোনো চান্সই নেই। তবে একসময় গোবিন্দারও ভুল হয়েছিলো। সেইসময় হাতে কোনো কাজ না থাকায় ‘কিল দিল’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু ছবিটি খুব বাজেভাবে মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে।
৩) অভয় দেওল : এই অভিনেতা তার দক্ষ অভিনয়ের জন্য বিশেষ পরিচিত। তবে অভিনেতা নিজেই জানান যে, ‘আয়েষা’ ছবিতে অভিনয় তার জীবনের সবচেয়ে বড়ো ভুল ছিলো। তার কথায় ছবিতে গল্পের চেয়ে বেশি ফ্যাশনকে প্রাধান্য দেওয়া হয়েছিলো।
৪) ইমরান হাশমি : একাধিক সুপারহিট ছবিতে কাজ করেছেন এই অভিজ্ঞ তারকা। তবে একটা সময় কাজের অভাব থাকায় ‘গুড বয় ব্যাড বয়’ ছবিটি সাইন করেছিলেন। আর অভিনেতার মতে সেটাই ছিলো তার কেরিয়ারের সবচেয়ে বড়ো ভুল। বক্স অফিসে তো ফ্লপ হয়েছিলোই তার সাথে এই ছবি চুজ করার জন্য ব্যাপক সমালোচিতও হয়েছিলেন তিনি।
৫) শাহিদ কাপুর : সাধারণত বেশ মানসম্মত ছবিতেই তাকে দেখা যায়। ছবি চুজ করার বিষয়ে তিনিও বেশ খুঁতখুঁতে। তবে ‘বাহ! লাইফ হো তো অ্যায়সি’ ছবিটির গল্প এবং বাকি সবকিছু আন্তর্জাতিক মানের তৈরি করার চেষ্টা হলেও দুর্বল গ্রাফিক্সের কারণে মুখ থুবড়ে পড়ে।
৬) ক্যাটরিনা কাইফ : মডেলিং ছেড়ে সদ্য পা রেখেছেন ইন্ডাস্ট্রিতে। সেই সময়ই তার কাছে ‘বুম’ ছবির অফার আসে। অতকিছু না ভেবেই রাজি হয়ে যান অভিনেত্রী। ছবিটি বক্স অফিসে ব্যর্থ তো বটেই তার সাথে সাথে ক্যাটরিনার কেরিয়ারের সবচেয়ে খারাপ ছবি বলেও গন্য করা হয়।