Bombay High Court on Arijit Sing voice mimicked using AI

AI দিয়ে চুরি গলার আওয়াজ, অরিজিৎ সিংকে বড় নির্দেশ হাইকোর্টের

নিউজশর্ট ডেস্কঃ অরিজিৎ সিং (Arijit Singh), নামটাই যথেষ্ট দেশের আমজনতার কাছে। খুশির গান হোক বা দুঃখের অরিজিতের গলায় গাওয়া গান মানেই সেটা সুপারহিট হবে এই বিষয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু প্রুযুক্তির উন্নতির যুগে AI দিয়ে নকল হচ্ছে দি ওয়ান অ্যান্ড অনলি অরিজিৎ সিংয়ের গলাও। এতে একদিক যেমন শিল্পীসত্তার উপর আঁচ পরে তেমনি গলা নকল করে জোচ্চুরির বা লোক ঠকানোর মত কাজও করা সম্ভব। তাই এসবের থেকে বাঁচতে আইনের দারস্ত হয়েছিলেন খোদ গায়ক।

বিগত ২৬শে জুলাই ছিল অরিজিৎ সিংয়ের করা মামলার শুনানি। গায়ক জানিয়েছিলেন ব্যক্তিগত স্বার্থের জন্য বা বাণিজ্যিকভাবে কখনোই একজন মানুষের ব্যক্তিত্বকে লঙ্ঘন করা যেতে পারে না। যেটা AI এর দৌলতে অনায়াসেই গলা নকল করে করা হচ্ছে। এদিন মামলার শুনানিতে বিচারপতি রিয়াজ চাগলা জানান, একজন সেলিব্রিটির ব্যক্তিত্বকে বাণিজ্যিক স্বার্থে নষ্ট করা যায় না। তাই AI এর ব্যবহার করে আইরজিতের গলা নকল করে অনলাইনে বিজ্ঞাপন বা অন্য কোনোরকম প্রচার করা যাবে না।

Arijit Singh

আসলে অরিজিৎ সিং নিজেই অভিযোগ করেন যে AI প্রযুক্তির ব্যবহার করে তার গান গাওয়ার প্যাটার্ন অনুযায়ী গান তৈরী করা হচ্ছে। এমনকি কিছুজন তো অনলাইনে নিজেদের জিনিসপত্র বিক্রির জন্য অরিজিতের ছবি থেকে সই সমসকিছুই ব্যবহার করছেন নাম না নিয়ে। এখানেও শেষ নয়, গায়কের নাম রয়েছে একাধিক ওয়েবসাইটও। এই সমস্ত কিছু বন্ধ করার জন্যই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ ঘুরে গেল খেলা! জ্যাস-ফুলকি নয় ছক্কা হাঁকাচ্ছে পর্ণা-পূজারিণী, দেখুন ওলটপালট TRP তালিকা

আদালতে আইজনজীবী হিরেন কামোদ জানান, অরিজিৎ সিং বহুদিন যাবৎ কোনো ব্র্যান্ড এন্ডর্সমেন্টের সাথে যুক্ত নন, অর্থাৎ কোনো ব্রান্ডের হয়ে প্রমোশন করেননি। তাই তাঁর কোনোরকম অনুমতি ছাড়া এই ধরণের কার্যকলাপ চলতে পারে না। অবশেষে সেই মামলার রায় দিয়ে ৮টি অনলাইনে প্ল্যাটফর্মকে এই ধরণের সমস্ত কন্টেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিল বোম্বে হাইকোর্ট।

প্রসঙ্গত, বলিউড তথা গোটা বিশ্বের জনপ্রিয় গায়কদের মধ্যে অন্যতম অরিজিৎ সিং। আজ নিজের গানের জাদুতে গোটা পৃথিবীবাসীকেই মুগ্ধ করেছেন তিনি। গান গেয়েই কোটি কোটি টাকার রোজগারও করেন। তবে সেলিব্রিটি হয়েও মাটির মানুষ অরিজিৎ সিং। কখনো স্কুটি চালিয়ে গ্রামের রাস্তায় ঘোরেন তো কখনো আবার আমজনতার মত ট্রেনে সফর করেন। এই কারণেই একবার নয় বারবার ভালোবেসে ফেলে মানুষ তাঁকে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X