Bonny Sengupta

Moumita

‘ইন্ডাস্ট্রির লিডিং হিরো বলে ৩৫ লক্ষ টাকা পারিশ্রমিক পাই’, বনির কথায় হেসে কুপোকাত নেটিজেনরা

পশ্চিমবঙ্গের (West Bengal) বুকে দুর্নীতি একটা গুরুগম্ভীর সমস্যা। সারদা, নারদার মতো বিষয় সামনে এসেছে নিকট অতীতে। তবে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) ঘটনা ছাপিয়ে গেছে সমস্ত কিছুকে। ইতিমধ্যেই শাসকদলের বহু হেভিওয়েট নেতা জেলে গিয়েছেন এই কারণে। তবে এই তালিকায় বনি সেনগুপ্তের (Bonny Sengupta) নাম দেখে কিছুটা হতবাক সাধারণ মানুষ।

   

রাজ্যে ঘটে যাওয়া নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (ED এবং CBI) সদস্যরা যা সব তথ্য সামনে এনেছেন তা দেখে চমকে গেছেন রাজ্যবাসী। কুন্তল ঘোষ গ্রেফতার হতেই উঠে এসেছে নতুন নতুন সব নাম। তার মধ্যেই বনি জানিয়েছেন, কুন্তল নাকি তাকে ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা পারিশ্রমিক দিয়েছেন দুটি ছবির অগ্রিম বাবদ।

আর তারপর থেকেই প্রশ্ন উঠেছে বনি কি সত্যিই এত টাকা পারিশ্রমিক পান? মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে টলি পাড়ার সবচেয়ে বেশি পারিশ্রমিক পান, দেব, জিৎ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারপরেই রয়েছে, সোহম চক্রবর্তী, অঙ্কুশ হাজরাদের মতো তারকারা। এবং তারপর রয়েছে বনি সেনগুপ্তর নাম।

সূত্রের খবর, এই মুহূর্তে একটি ছবির জন্য প্রায় ১৫ লক্ষ টাকা নিয়ে থাকেন বনি। কিন্তু সেক্ষেত্রেও প্রশ্ন উঠছে, ছবির কোনো চুক্তি করেননি অভিনেতা, তারপরেও কীভাবে এত টাকা পেলেন তিনি? আর এবার সমস্ত জল্পনার মধ্যে এই বিষয়ে মুখ খুলেছেন খোদ অভিনেতা।

বনির কথায়, ‘আমি যে পারিশ্রমিকটা নিই, সেটা এখন বলতে পারি, ওয়ান অফ দ্যা লিডিং মোস্ট হিরো তো। আমি সেটা নিজে মেনে নিতে পারি। সেই পারিশ্রমিকটা আমি আর্ন করেছি। যে অ্যামাউন্টটা আমি পাই সেটা আমি খেটে আর্ন করেছি। তো সেটার উপর কেউ কথা তুলতে পারেনা। যদিও মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কুন্তল ঘোষ বনিকে এই টাকা দিয়েছিলেন ২০১৭ সালে। তখন কি এতটা পারিশ্রমিক তিনি পেতেন? সেটা নিয়েও রয়েছে ধোঁয়াশা।