'Border 2' Movie Teaser released Varun Dhawan and Sunny Deol film release date revealed

টিজারেই হিট! বক্স অফিস কাঁপাতে তৈরি সানি দেওল-বরুন ধাওয়ান, কবে রিলিজ হচ্ছে ‘Border 2’?

নিউজশর্ট ডেস্কঃ ফের বক্স অফিসে ধামাকা করতে তৈরী বলিউড। বর্তমান সময়ে দাঁড়িয়ে একাধিক ছবির সিক্যুয়েল অর্থাৎ পার্ট ২ সুপারহিট হতে দেখা গিয়েছে। তাই ভারতবর্ষের আইকনিক যুদ্ধের ছবি ‘বর্ডার’ এর সিক্যুয়েল “Border 2” এর রিলিজ নিয়ে অফিসিয়াল ঘোষণা প্রকাশ্যে এল। আসল ছবিতে নায়ক হিসাবে দর্শকদের মন জিতেছিলেন সানি দেওল। এই ছবিতেও থাকবেন তিনি তবে হিরো হিসেবে নয়। ‘বর্ডার ২’ এ নায়ক হিসাবে দেখা যাবে বরুন ধাওয়ানকে (Varun Dhawan)

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ছবির ছোট্ট একটি টিজার ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে নায়কের লুকস না দেখা গেলেও ‘এ গুজর তি হাওয়া’ গানও ভারুন ধাওয়ানের কন্ঠে একটি ডায়লগ শোনা গিয়েছে। সাথে ১৯৯৭ সালের কিছু কামানের ছবি আর লেখা ছিল ভারতের সবচেয়ে বড় যুদ্ধের ছবি এবার আরও বড় আকারে আসছে সিনেমার পর্দায়’।

এই ভিডিওটি বরুন ধাওয়ান নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে লেখেন, ‘আমি তখন চতুর্থ শ্রেণীতে পড়ি যখন এই সিনেমাটা চন্দন সিনেমায় দেখতে গিয়েছিলাম। বর্ডার ছবিটা আমার মনে একটা বড় প্রভাব ফেলেছিল। সেদিন দেশের প্রতি যে গর্ব হয়েছিল সেটা আজও মনে রয়ে গেছে। তাই বর্ডার ২ ছবিতে কাজ করতে পারাটা আমার কাছে বিশাল ভাগ্যের ব্যাপার। এছাড়াও এই ছবিতে সানি দেওয়লের সাথে কাজের সুযোগ পেয়েছি। সেটাই গোটা অভিজ্ঞতাটা আরও স্পেশাল করে তুলেছে। আপনাদের সকলের শুভকামনা একান্ত কাম্য, জয় হিন্দ’।

 

View this post on Instagram

 

A post shared by VarunDhawan (@varundvn)

এসব তো হল কিন্তু এবার প্রশ্ন হল কবে রিলিজ করছে বর্ডার ২? এদিনের পোষ্টে সেটাও জানা গিয়েছে, আগামী ২৩শে জানুয়ারি ২০২৬ সালে রিলিজ করতে চলেছে ছবিটি। ছবিটির প্রযোজক হিসাবে থাকছেন ভূষণ কুমার ও জেপি দত্ত। এখন অপেক্ষা ছবির ট্রেলার ও বাকি ষ্টার কাস্ট সামনে আসার। আশা করা হচ্ছে ছবিটি বলিউডের বক্স অফিসে ভালো পারফর্ম করবে।

আরও পড়ুনঃ নেটপাড়ায় উঠেছে বয়কটের ডাক! কি বলছেন বাংলার ‘দিদি নং ১’ রচনা ব্যানার্জী?

প্রসঙ্গত, ১৯৭১ সালে ভারত ও পাকিস্তানের যুদ্ধের প্রেক্ষাপটেই তৈরী হয়েছিল বর্ডার ছবিটি। যেখানে সানি দেওল ছাড়াও সুনীল শেট্টি, জ্যাকি শ্রফ, অক্ষয় খান্না থেকে শুরু করে টাবু, রাখি, পূজা ভাত ও সর্বাণী মুখার্জীদের মত তারকাদের দেখা গিয়েছিল। ১৯৯৭ সালে মুক্তি পাওয়ার পর মোট ৬৩ কোটি টাকারও বেশি মূল্যের ব্যবসা করেছিল ছবিটি।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X