নিউজশর্ট ডেস্কঃ সমাজের চাকরির বাজার ক্রমেই নিম্নগামী। হাজার শিক্ষিত বেকারে ভরে রয়েছে সমাজ। সরকারি থেকে বেসরকারি সব ক্ষেত্রেই রয়েছে চাকরির জন্য বিরাট লাইন। এমতাবস্থায় অনেক যুবক-যুবতী ঝুঁকছেন ব্যাবসার(Business) দিকে। নিজের কিছু করার স্বপ্নে এগিয়ে চলেছেন তারা। নিজের নিজের পছন্দের বিষয়ে করতে চাইছেন স্টার্ট-আপ। হয়ত এই কারণেই অনেকে বলেছেন যে আগামী কয়েক বছরে ভারতে আসতে পারে এক নতুন শিল্প বিপ্লব।
তবে একটি কাজ ভাবা ও করার মধ্যে রয়েছে আকাশ-পাতাল পার্থক্য। ‘ব্যবসা করব’ এই কথাটি বলা যত সহজ কাজে করা ততটাই কঠিন। আর সেই কারণেই অনেকেই ব্যবসা করবো ভেবেও পিছিয়ে আসেন। কারণ এই ব্যবসা করতে এক দিকে যেমন প্রয়োজন মূলধনের তেমনি অন্যদিকে প্রয়োজন অভিজ্ঞতারও। আর এই দুটি সঠিকভাবে না থাকলে দাঁড়ায় না কোনো ব্যাবসা, তৈরি হয় না শিল্প। তাই আজকের প্রতিবেদনে আপনাদের এমন এক ব্যাবসার(Business Idea) সন্ধান দেবো, যেখানে খুব সামান্য টাকা বিনিয়োগ করেই আপনি পেতে পারেন মোটা টাকা রিটার্ন।
বিশেষ এই ব্যবসাটি আপনি শুরু করতে পারেন মাত্র ৩০০০ টাকার বিনিময়ে। খুব ছোট্ট পরিসরেই শুরু করা যাবে এই ব্যবসা। আর এই ব্যবসাটি হল ‘ঝাঁটার ব্যবসা’। হ্যাঁ শুনতে কিছুটা অদ্ভুত লাগলেও এটি সত্যি। ঝাঁটা প্রতিটি বাড়ির একটি নিত্য প্রয়োজনীয় জিনিস। এছাড়াও অন্য সব জায়গাতেও প্রয়োজন হয় ঝাঁটার। প্রতিটি এলাকার প্রতিটি পাড়ায় ঝাঁটার চাহিদা সর্বদাই থাকে তুঙ্গে। আর এটি এমন একটি জিনিস যার চাহিদা সারা বছরই থাকে সমান। তাই এই ব্যবসা ঠিকমতো করতে পারলে আপনিও পেতে পারেন মোটা লাভ।
এবারে জেনে নিই কিভাবে আপনি শুরু করবেন এই ঝাঁটার ব্যাবসা। ফুলঝাড়ু মূলত তৈরি হয় টাইগার ঘাস থেকে। তাই বাজার থেকে কম দামে এই টাইগার ঘাস কিনে আনুন। সেইসঙ্গে কিনতে হবে ঝাঁটা বাঁধার তার এবিং প্লাস্টিকের হাতল। এইসব সামগ্রী কিনতে খুব বেশি হলেও খরচ হবে ৩ হাজার টাকা। এরপরই তৈরি করুন ঝাঁটা আর শুরু করুন বিক্রি। এই ঝাঁটা বাজারে বিক্রি হয় ১২০ -১৫০ টাকা প্রতি পিসে। সেখানে একটি ঝাঁটা তৈরিতে খরচ হবে খুব বেশি হলেও ৫০ টাকা। তাই সারাদিনে ১০ পিস ঝাঁটা বিক্রি করলে রোজগার হবে ১ হাজার টাকা। মাসিক রোজগার কমপক্ষে হবে ৩০ হাজার টাকা।