BSNL reduces Bharat Fiber recharge plan by 100 for Unlimited 60mbps Internet

৩২০ জিবি ডেটার সাথে ১৬০ দিন আনলিমিটেড কলিং! Jio, Airtel-র হাফ দামে ধামাকা প্ল্যান আনল BSNL

নিউজশর্ট ডেস্কঃ জুলাই মাস থেকেই মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলি দাম বাড়িয়েছে রিচার্জ প্ল্যানের। এরপর থেকেই ক্ষুদ্ধ জনতা ‘Port to BSNL’ এর স্লোগান দিয়েছিল। কিন্তু অনেকেরই মন্তব্য ছিল Jio, Airtel ও Vi এর মত বিএনএনেল এর 4G পরিষেবায় নেই। যে কারণে নাম্বার পোর্ট করলেও আদতে অসুবিধার সম্মুখীন হতে হবে। এমনকি নেটওয়ার্কের সমস্যা নিয়েও সরব হয়েছিলেন অনেকেই। এই সমস্যা সমস্যার সমাধানে ইতিমধ্যেই জোরকদমে কাজ করছে বিএসএনএল।

ইতিমধ্যেই গোটা দেশে 4G সার্ভিস শুরুর জন্য কাজ চলছে। বেশ কিছু এলাকায় চালুও হয়ে গিয়েছে ফোরজি ইন্টারনেট পরিষেবা। এখানেই শেষ নয়, 5G এর জন্যও টেকনোলজি আপগ্রেডের কাজ চলছে। সম্প্রতি টেলিকম মন্ত্রী নিজে BSNL 5G এর টেস্টিংয়ে উপস্থিত হয়েছিলেন। যেখানে ভিডিও কল করতে দেখা গিয়েছিল তাকে। এই সমস্ত কারণে বিএসএনএল এর সিমকার্ড হু হু করে বিকোচ্ছে মার্কেটে। এসবের মাঝেই চর্চায় উঠে এসেছে BSNL এর ১৬০ দিন ভ্যালিডিটির রিচার্জ প্লেনটি।

অন্য সমস্ত কোম্পানি যেখানে প্রায় ২৫% পর্যন্ত দাম বাড়িয়েছে সেখানে BSNL এর রিচার্জের দাম বাড়েনি। উল্টে আরও নতুন প্ল্যান রিলিজ হয়েছে যেখানে অনেক সস্তায় কলিং থেকে ডেটা ব্যবহার করা হবে। আপনি যদি বারবার রিচার্জের ঝামেলা এড়াতে চান তাহলে এই ১৬০ দিনের রিচার্জটি সেরা অপশন হতে পারে। যেখানে প্রতিদিন ২ জিবি হিসাবে মোট ৩২০ জিবি ডেটা পাবেন। শুধু তাই নয়, এর সাথে আনলিমিটেড কলিং থেকে শুরু করে প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএসও পাওয়া যাবে।

এই সমস্ত ফিচার্স পাওয়ার জন্য কতটাকা রিচার্জ করতে হবে জানেন? উত্তর হল মাত্র ৯৯৭ টাকা। যেখানে জিওতে ৮৪ দিনের ২ জিবি প্ল্যানের দাম ৯৯৯ টাকা ও এয়ারটেলের ৯৭৯ টাকা সেখানে একপ্রকার হাফ দামেই ৬ মাসের ভ্যালিডিটি দিচ্ছে বিএসএনএল। তাই আপনি যদি কম খরচে লম্বা রিচার্জ করতে চান তাহলে BSNL এর ৯৯৭ আপনার জন্য সেরা রিচার্জ হতেই পারে।

আরও পড়ুনঃ নিজের অ্যাকাউন্ট ছাড়াই করা যাবে লেনদেন, পাল্টে গেল UPI ব্যবহারের নিয়ম

প্রসঙ্গত, অনেকেই শুধুমাত্র ফোন আসা যাওয়ার জন্য রিচার্জ করতে চান। অর্থাৎ আনলিমিটেড কলিং বা ডেটা না পাওয়া গেলেও হবে। সেক্ষেত্রে অন্যান্য কোম্পানি যেখানে নূন্যতম ২০০ টাকার কাছাকাছি চার্জ করছে ২৮ দিনের জন্যই সেখানে BSNL মাত্র ১০৭ টাকাতেই ৩৫ দিনের ভ্যালিডিটি দিতে সক্ষম। এমনকি ১৯৭ টাকা রিচার্জ করলে ৭০ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। তবে এই দুই প্লানের ক্ষেত্রেই শুরুর কিছুদিন ফ্রি বেনিফিট পাওয়া যাবে পরবর্তীকালে ভ্যালিডিটি থাকলেও ফোন করার জন্য নরমাল রিচার্জ ব্যালান্স লাগবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X