নিউজশর্ট ডেস্কঃ এখন ভারতের বেশিরভাগ মানুষের কাছেই রয়েছে স্মার্টফোন। আর স্মার্টফোন থাকা মানে যে কোন টেলিকম কোম্পানির কানেকশন থাকবে। এক্ষেত্রে গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ভারতের সবকটি টেলিকম সংস্থা দুর্দান্ত রিচার্জ প্ল্যান অফার করে থাকে।
বর্তমান সময়ে আনলিমিটেড কথা বলার পাশাপাশি রিচার্জ প্ল্যানের মধ্যে অফুরন্ত ডেটারও অফার থাকে। এবার গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত খবর দিল ভারত সঞ্চার নিগম প্রাইভেট লিমিটেড অর্থাৎ বিএসএনএল(BSNL)। এই মুহূর্তে দেশের অন্যান্য টেলিকম সংস্থা অর্থাৎ জিও, ভি আই এবং এয়ারটেলের সঙ্গে প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে পড়েছে বিএসএনএল।
তবে গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিনিয়তই নিত্যনতুন প্ল্যান নিয়ে আসছে এই সংস্থা। সম্প্রতি বিএসএনএল এমন একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে যেটি অন্যান্য সংস্থার রিচার্জ প্ল্যানগুলোর থেকে অনেকটাই সস্তা। এই রিচার্জ প্লানের সঙ্গে গ্রাহকেরা আনলিমিটেড কথা বলার সুযোগ পাবেন। এর সাথে আরও বেশ কিছু অফার রয়েছে।
চলুন তাহলে এই নতুন অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। বিএসএনএল নতুন যে রিচার্জ প্লানের কথা বলা হয়েছে সেটার জন্য গ্রাহকদের খরচ করতে হবে ৩১৯ টাকা। এতে গ্রাহকেরা একটানা ৬৫ দিন আনলিমিটেড কথা বলার সুযোগ পাবেন। অর্থাৎ এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকদের আলাদা করে আর অন্য কোন ভ্যালিডিটি রিচার্জ করতে হবে না।
এর সাথে এই প্ল্যানে আরও বেশ কিছু সুবিধা রয়েছে। এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কলের সুবিধার পাশাপাশি ৩০০ টি এসএমএসের সুবিধা রয়েছে। এছাড়া এই প্ল্যানে মোট ১০ জিবি ডেটা মিলবে। অর্থাৎ এই রিচার্জ প্লানে রিচার্জ করলে গ্রাহকেরদের প্রত্যেকদিন খরচ হবে মাত্র ৪ টাকা ৯০ পয়সা মতো. যেখানে অন্যান্য টেলিকম সংস্থার রিচার্জ করলে প্রত্যেকদিন অন্ততপক্ষে ছয় টাকার বেশি খরচ করতে হয়।