BSNL introduces 4 New Annual Plans with Unlimited Calling and Huge Data

এক রিচার্জেই গোটা বছর নিশ্চিন্ত! Jio, Airtel-কে চ্যালেঞ্জ জানিয়ে ৪টি ধামাকা প্ল্যান আনল BSNL

পার্থ মান্নাঃ দেশের প্রাইভেট টেলিকম কোম্পানিগুলি যখন রিচার্জের দাম বাড়াতে ব্যস্ত তখন মধ্যবিত্তের ভরসা হয়ে দুর্দান্ত কামব্যাক করেছে রাষ্ট্রায়াত্ত সংস্থা বিএসএনএল (BSNL)। মোবাইল রিচার্জের দাম তো বাড়াইনি উল্টে একাধিক সস্তা আর লম্বা ভ্যালিডিটির প্ল্যান লঞ্চ হয়েছে। যার জেরে অনেকেই Jio, Airtel কিংবা Vi থেকে পোর্ট করে BSNL-এ চলে এসেছেন। তবে এখানেই শেষ নয়, এবার বাকিদের চ্যালেঞ্জ জানিয়ে বাজার কাঁপানো চারটি প্ল্যান নিয়ে হাজির হল ভারত সঞ্চার নিগম লিমিটেড।

নতুন রূপে কামব্যাক BSNL এর

সম্প্রতি পুরোনো লোগো পাল্টে নতুন কালারফুল লুকে দেখা গিয়েছে বিএসএনএলকে। আসলে দ্রুত গোটা দেশে ফোরজি টাওয়ার ইনস্টলেশন থেকে শুরু করে ফাইভজি নেটওয়ার্কের জন্য কাজ চালাচ্ছে বিএসএনএল। সেই কারণেই নতুন ভাবে আপডেট করা হয়েছে কোম্পানির লোগো। তবে শুধুমাত্র লোগো নয়, একইসাথে নতুন চারটি দুর্দান্ত লং টার্ম প্ল্যান নিয়ে হাজির বিএসএনএল। চলুন দেখে নেওয়া যাক প্ল্যানগুলি।

BSNL Rs 2399 প্ল্যানের সুবিধা

আপনি যদি প্রতিমাসে রিচার্জের হাত থেকে মুক্তি পেতে চান তাহলে ২৩৯৯ টাকা দিয়ে একবার রিচার্জ করে নিলেই একেবারে নিশ্চিন্ত হয়ে যেতে পারবেন। এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যাবে। একইসাথে BSNL এর ভ্যালু অ্যাডেড সার্ভিসেসও মিলবে। তবে সবচেয়ে আকর্ষণীয় হল ৩৯৫ দিনের ভ্যালিডিটি।

BSNL Rs 1899 প্লানের সুবিধা

যদি আপনার ইন্টারনেটের ব্যবহার তুলনামূলকভাবে কম হয়ে থাকে তাহলে খরচ কিছুটা কমাতে ১৮৯৯ টাকার প্ল্যান রিচার্জ করতে পারেন। এই প্ল্যানে ৩৬৫ দিনের জন্য আনলিমিটেড কলিং, ১০০টি ফ্রি এসএমএস প্রতিদিন, ভ্যালু অ্যাডেড সার্ভিস যেমন পাওয়া যাবে তেমনি মোট ৬০০ জিবি এর ডেটা পাওয়া যাবে।

BSNL Rs 1499 প্ল্যানের সুবিধা

আপনার ইন্টারনেটের ব্যবহার যদি খুবই কম হয় তাহলে মাসে ২জিবি ডেটা যথেষ্ট। সেক্ষেত্রে আরও কিছু টাকা বাঁচিয়ে ১৪৯৯ টাকার প্ল্যান রিচার্জ করা যেতে পারে। এই প্ল্যানটি রিচার্জ করলে আনলিমিটেড কলিংয়ের সাথে রোজ ১০০টি ফ্রি এসএমএস এর সাথে ২৪ জিবি ডেটা পাওয়া যাবে।

BSNL Rs 1198 প্ল্যানের সুবিধা

আপনার যদি শুধুমাত্র নাম্বার চালু রাখা প্রয়োজন হয় ইন্টারনেট না লাগে তাহলে ১১৯৮ টাকার প্ল্যান হল বেস্ট। এই রিচার্জের সাথে ৩০০ মিনিট ফ্রি কলিংয় পাওয়া যাবে। এর সাথে ৩ জিবি ডেটা ও ৩৬৫ দিনের ভ্যালিডিটি থাকবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X