Jio

Jio: ৭৫ দিনের ভ্যালিডিটির সঙ্গে দুর্দান্ত রিচার্জ প্ল্যান, দাম শুনে Airtel, Jio-র মাথায় হাত

নিউজশর্ট ডেস্কঃ বিএসএনএল(BSNL) অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড এই টেলিকম সংস্থা সস্তায় রিচার্জ প্ল্যান(Recharge Plan) ও দীর্ঘমেয়াদি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ভারতীয় গ্রাহকদের কাছে বিশেষ পরিচিত। তার প্রিপেড রিচার্জ প্ল্যানে অনেক ধরনের প্ল্যান নিয়ে এসেছে। এর মধ্যে ডেটা এবং আনলিমিটেড কলিং-এর সুবিধা পাওয়া যাচ্ছে। আপনি যদি একজন BSNL-এর গ্রাহক হয়ে থাকেন এবং খুব শীঘ্রই রিচার্জ করার কথা ভাবছেন তাহলে আজকের এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্য।

এই প্রতিবেদনে একটি দীর্ঘমেয়াদি বৈধতা পূর্ণ প্ল্যান সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো এই প্ল্যান আপনাকে ৫০০ টাকার কম মূল্যে দীর্ঘমেয়াদী পরিষেবার এবং ডেটা আনলিমিটেড কলিং ও এসএমএস-এর সুবিধা দেবে। চলুন তাহলে এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

৪৯৯ টাকার রিচার্জ প্ল্যান: এই প্ল্যানে ব্যবহারকারীদের সম্পূর্ণ ৭৫ দিনের বৈধতা দেওয়া হবে। আর এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা। এই প্ল্যানে স্থানীয় এবং এসটিডি কলিং-এর সুবিধা রয়েছে। এছাড়া এই প্ল্যানের  সঙ্গে প্রত্যেকদিন ২ জিবি করে ডেটা পাওয়া যাবে। আর প্রতিদিনের দৈনিক ডেটা শেষ হয়ে যাবার পর ইন্টারনেটের গতি ৪০ কেবিপিএস-এ নেমে আসবে।

BSNL

আরও পড়ুন: BSNL: মাসে খরচ মাত্র ২৩০ টাকা, সবচেয়ে সস্তার ব্রডব্যান্ড প্ল্যান আনলো BSNL

এবার এই একই মূল্যে রিচার্জ প্ল্যান রয়েছে জিও এবং এয়ারটেল দুই কোম্পানির। চলুন তাহলে এইসব সংস্থা কি পরিষেবা দিচ্ছে সেগুলো জেনে নেওয়া যাক।
এয়ারটেলের ৪৯৯ টাকা রিচার্জ প্ল্যান: এক্ষেত্রে ৪৯৯ টাকায় ২৮ দিনের বৈধতার একটি প্ল্যান রয়েছে এয়ারটেলের। এতে ব্যবহারকারীরা প্রত্যেক দিন ৩ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং-এর সুবিধা পাবেন। এর সাথে প্রত্যেকদিন ১০০ টি এসএমএস বিনামূল্যে পাঠাতে পারবেন। এছাড়াও Disney Plus Hotstar-এর তিন মাসের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন।

জিও কোম্পানির ৪৭৯ টাকা রিচার্জ প্ল্যান: এই প্ল্যানের বৈধতা থাকবে ৫৬ দিন। এই প্ল্যানে দৈনিক ১.৫ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা রয়েছে।

Papiya Paul

X