BSNL 4G

BSNL 4G: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, অবশেষে কলকাতায় চালু BSNL 4G! কবে থেকে মিলবে এই পরিষেবা?

নিউজশর্ট ডেস্কঃ ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা বিএসএনএল(BSNL)। যদিও জিও, এয়ারটেল এবং ভোডাফোন -আইডিয়ার সাথে প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে রয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। কিন্তু তবুও বিএসএনএল-এর জনপ্রিয়তা রয়েছে প্রচুর। এখন দীর্ঘদিন ধরেই বিএসএনএল 4G নিয়ে আলোচনা চলছে। কবে এই BSNL-এর 4G পরিষেবা চালু করা হবে, তাই নিয়ে নানা রকমের আলোচনা চলছে।

প্রত্যেকবার এই পরিষেবার লঞ্চ হওয়ার দিনক্ষণ জানানো হলেও শেষ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এবার এই সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কলকাতায় BSNL 4G চালু হতে চলেছে। আর বারে বারে প্রতিশ্রুতি দিয়েও তা রাখতে না পারার জন্য ধীরে ধীরে এই টেলিকম সংস্থার গ্রাহক সংখ্যা অনেক কমে যাচ্ছে। এখন এই টেলিকম সংস্থার গ্রাহক সংখ্যা মাত্র ৮৮.০৬ মিলিয়ন।

তবে মনে করা হচ্ছে যে 4G চালু হলেই ধীরে ধীরে এই গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাবে। BSNL-এর তরফ থেকে জানানো হয়েছে যে বুধবার কলকাতায় প্রযুক্তিগতভাবে এই সংস্থার তরফ থেকে 4G পরিষেবা লঞ্চ করে দিয়েছে। তবে প্রযুক্তিগত দিক থেকে এই পরিষেবা চালু হলেও এখনো সাধারণ গ্রাহকেরা এই পরিষেবা উপভোগ করতে পারবেন না। সাধারণ গ্রাহকদের এই পরিষেবা পেতে হলে আরো কিছু মাস অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন: Business Idea: একঘেয়ে চাকরি ছেড়ে শুরু করতে পারেন এই ব্যবসা, মাসের রোজগার গুণে শেষ হবে না

আর এই সময়ের মধ্যে এই সংস্থার তরফ থেকে কলকাতা সারা রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে 4G পরিষেবা দেওয়া হবে। এবার প্রশ্ন হল তাহলে সাধারণ মানুষেরা কবে থেকে BSNL 4G পরিষেবা উপভোগ করতে পারবেন? এই সংস্থার সূত্র থেকে জানা গিয়েছে যে আর দুই মাসের মধ্যে কলকাতার সহ রাজ্যের ৫০ টি শহরের গ্রাহকেরা BSNL 4G উপভোগ করতে পারবেন। আর গোটা রাজ্যে এই পরিষেবা পৌঁছে দিতে আরো এক বছরের মত সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

এই বুধবার বালিগঞ্জ এক্সচেঞ্জ থেকে গোটা রাজ্যে আনুষ্ঠানিকভাবে BSNL 4G পরিষেবার উদ্বোধন করা হয়েছিল। এই পরিষেবার উদ্বোধন করেন কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তরের স্পেশাল ডিরেক্টর জেনারেল জি আর রবি। এবার যত তাড়াতাড়ি এই সংস্থা 4G পরিষেবা নিয়ে আসতে পারবে গ্রাহকদের জন্য সেটাই সবথেকে ভালো হবে বলে মনে করা হচ্ছে।

Papiya Paul

X