নিউজশর্ট ডেস্কঃ ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা বিএসএনএল(BSNL)। এই মুহূর্তে দেশের অন্যতম তিন টেলিকম কোম্পানি জিও, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়ার সঙ্গে লড়াইয়ে কিছুটা হলেও পিছিয়ে রয়েছে এই সংস্থা। কিন্তু তবুও গ্রাহকদের আকৃষ্ট করতে একটার পর একটা নতুন প্ল্যান নিয়ে আসছে বিএসএনএল।
এবার সম্প্রতি আরও দুটি নতুন প্ল্যান নিয়ে এসেছে এই সংস্থা। যেখানে আপনি প্রতিদিন অতিরিক্ত ডেটা প্যাক পেয়ে যাবেন। তবে এই সমস্ত প্ল্যানগুলো মূলত অতিরিক্ত ডেটা যাদের দরকার তাদের ক্ষেত্রে বিশেষভাবে উপযোগী। আপনি যদি একটি অ্যাক্টিভ রিচার্জ প্ল্যান চালিয়ে থাকেন তাহলে এর সঙ্গে ডেটা বুস্টার প্ল্যান(Data Booster Plan) হিসেবে এটি যোগ করে নিতে পারেন। আলাদাভাবে এই প্ল্যান রিচার্জ করা যাবে না।
চলুন তাহলে এই দুটো প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক-
BSNL-এর ৭৮৮ টাকার ডেটা ভাউচার প্ল্যান: এই প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ১৮০ দিন পর্যন্ত। এটি ডেটা বেনিফিটসের সঙ্গে আসবে। এই ডেটা বেনিফিটস হিসাবে গ্রাহকেরা প্রত্যেকদিন ২ জিবি করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই দুই জিবি ইন্টারনেট ব্যবহার হয়ে গেলে পরে ইন্টারনেটের গতি ৪০ কেবিপিএস হয়ে যাবে। এই ডেটা প্ল্যান ছাড়া আর কোন অসুবিধা এই প্ল্যানে মিলবে না।
আরও পড়ুন: Vi গ্রাহকদের জন্য খারাপ খবর, এবার রিচার্জ করতে হবে এই প্ল্যান, নাহলে চলবে না ইন্টারনেট!
BSNL-এর ১৫১৫ টাকার ডেটা ভাউচার প্ল্যান: এই প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ৩৬৫ দিন পর্যন্ত। এখানেও প্রত্যেকদিন ২ জিবি করে ডেটা পাওয়া যাবে এবং যখন আপনারা ২ জিবি ডাটা ব্যবহার শেষ হয়ে যাবে তখন ইন্টারনেটের গতি ৪০কেবিপিএস হবে।
এর পাশাপাশি আরেকটি প্ল্যান রয়েছে যেটির ভ্যালিডিটি কম কিন্তু এর খরচ অনেকটাই কম। এখানেও আপনি প্রত্যেকদিন ২ জিবি করে ইন্টারনেট পাবেন। এই প্ল্যানটির বৈধতা থাকবে ৯০ দিন। আর এই প্ল্যানের জন্য খরচ করতে হবে ৪১১ টাকা।