Jio

Jio: BSNL ব্যবহার করবে VI নেটওয়ার্ক! সরকারের নতুন প্ল্যানে কুপোকাত Jio আর Airtel

নিউজ শর্ট ডেস্ক: দেশজুড়ে এখন অধিকাংশ গ্রাহকই সরকারি টেলিকম সংস্থা ভারতীয় সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL-এর তরফ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।পরিবর্তে সকলেই এখন Airtel এবং Jio-র কানেকশন নিচ্ছেন। এই পরিস্থিতিতে ক্রমাগত কমতে শুরু করেছে বিএসএনএল ব্যবহারকারীর সংখ্যা।

এই কারণেই গ্রাহকদের ফিরিয়ে আনতে এবার একটি বিশেষ পরিকল্পনা নিয়ে এসেছে BSNL। এই বিষয়ে BSNL সরকারকে ৪ জি পরিষেবার জন্য Vodafone Idea-র ৪ জি নেটওয়ার্ক ব্যবহার করতে দেওয়ার অনুমতি চেয়ে একটি আবেদন জানিয়েছে। এখানে বলে রাখি  ভোডাফোন-আইডিয়ার টেলিকম সংস্থায় সরকারের সর্বাধিক শেয়ার রয়েছে।

এই শেয়ার প্রায় ৩৩.১ তাংশ। অর্থাৎ সরকার চাইলেই BSNL ৪জি পরিষেবার জন্য Vodafone Idea-এর নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। এই বিষয়ে, বিএসএনএল কর্মচারী ইউনিয়ন তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে একটি চিঠি লিখেছে।

বিএসএনএল,BSNL,এয়ারটেল,Airtel,জিও,Jio,ভোডাফোন আইডিয়া,Vodafone Idea,৪জি নেটওয়ার্ক,4G Network,Bengali Khobor,Bangla,Bengali

সেখানে তারা  দাবি করেছে যে সারা দেশে বিএসএনএল টেলিকম কোম্পানির নেটওয়ার্ক নেই। তাই যেখানে বিএসএনএল-এর  নেটওয়ার্ক নেই, সেখানে ভোডাফোন আইডিয়ার নেটওয়ার্কটি বিএসএনএল-কে ব্যবহার করার অনুমতি দেওয়া হোক।

আরও পড়ুন: দামে কম কিন্তু মানে ভালো, হিরো’র এই বাইকে ১ লিটার তেলে যেতে পারবেন ৬৬ কিমি!

বিএসএনএল,BSNL,এয়ারটেল,Airtel,জিও,Jio,ভোডাফোন আইডিয়া,Vodafone Idea,৪জি নেটওয়ার্ক,4G Network,Bengali Khobor,Bangla,Bengali

BSNL-এর  দাবি 

BSNL-এর দাবি ইতিমধ্যেই তাদের বদু গ্রাহক ৪জি  পরিষেবা না পেয়ে  অন্য টেলিকম অপারেটরদের বেছে নিয়েছেন। অন্যদিকে এই মুহূর্তে  Jio এবং Airtel 5G পরিষেবা দিচ্ছে। এই কারণেই BSNL ব্যবহারকারীরাও Jio এবং Airtel-এ চলে যাচ্ছেন। তাই গ্রাহকদের ফিরিয়ে আনতেই এবার  BSNL Vi-এর 4G নেটওয়ার্ক ব্যবহার করার দাবি জানিয়েছে। বিএসএনএলের দাবি ভোডাফোন আইডিয়া প্ল্যানের বাস্তবায়ন করা হলে সারা দেশে দ্রুত 4G পরিষেবা চালু করতে সাহায্য করবে।

Avatar

anita

X