BSNL Rs 229 Plan with 30 Days Validity Unlimited Calling and 2GB Per day data

Jio, Airtel, Vi এর খেলা শেষ! মাত্র ২২৯ টাকাতেই লোভনীয় ফিচার্স, একাই বাজার কাঁপাচ্ছে BSNL

নিউজশর্ট ডেস্কঃ একটা সময় ছিল যখন মোবাইল হোক বা টেলিফোন মানেই ছিল বিএসএনএল (BSNL)। এরপর সময় ও প্রযুক্তি পাল্টাতে একপ্রকার হারিয়ে যেতে বসেছিল বিএসএনএল। তবে সম্প্রতিকালে বাকি সমস্ত কোম্পানিকে টেক্কা দিয়ে হু হু করে গ্রাহক সংখ্যা বাড়াচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। Jio, Airtel, Vi এর রিচার্জের দাম বাড়তেই BSNL এর শরণাপন্ন সাধারণ মানুষ।

গত ৩রা জুলাই প্রায় ২৫% পর্যন্ত দাম বেড়েছে মোবাইল রিচার্জের। যার ফলে অসুবিধায় পড়ে গিয়েছেন ব্যাপক সংখ্যক মানুষ। দেখা হচ্ছে একমাস ফোনের ইনকামিং ও আউটগোয়িং চালু রাখার জন্য প্রায় ২৫০ টাকা মত খরচ করতে হচ্ছে। তবে বাকিদের থেকে বিএসএনএল এ এই খরচ অনেকটাই কম। তাই সর্বত্র 4G নেটওয়ার্ক না থাকলেও অনেকেই টাকা বাঁচানোর জন্য BSNL এই ভরসা করছেন।

বর্তমানে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও এর ২৮ দিনের আনলিমিটেড কলিং, ১.৫ জিবি প্রতিদিন হাইস্পীড ডেটার রিচার্জের দাম ২৯৯ টাকা। যেটা আগে ছিল ২৩৯ টাকা কিন্তু ৩ তারিখ থেকে ৬০ টাকা বেড়ে গিয়েছে। একইভাই এয়ারটেলের ২৮ দিনের ১জিবি প্রতিদিনের রিচার্জ ছিল ২০৯ টাকা। কিন্তু সেটা ৪০ টাকা বেড়ে হয়েছে ২৪৯ টাকা।

BSNL Sim card selling rapidly boosts After Jio Recharge Price Hike

শুরুতেই বলা হয়েছিল যে প্রায় ২৫% পর্যন্ত বেড়েছে রিচার্জ প্ল্যানের দাম। কিন্তু এদিক থেকে বিএসএনএল কিন্তু এখনও পুরোনো ট্যারিফ বজায় রেখেছে। আর সেখান থেকেই একটি ২২৯ টাকার রিচার্জ দেখা যাচ্ছে যেটা সস্তায় সমস্ত সুবিধা দিচ্ছে। তাই গ্রাহকদের অনেকেই এখন BSNL এ ২২৯ টাকার রিচার্জ করাচ্ছেন।

আরও পড়ুনঃ ধারে কাছেও নেই কেউ! Jio, Airtel এর থেকে ১২০০ টাকা কমে ১৩ মাসের রিচার্জ প্ল্যান আনল BSNL

BSNL Rs 229 রিচার্জের সুবিধা

বাকিদের যেখানে ২৮ দিনের প্ল্যানই ২৫০ ছুঁয়ে ফেলেছে সেখানে BSNL এর ২২৯ টাকাতেই ৩০ দিনের বৈধতা পাওয়া যাবে। এখানেই শেষ নয়, আনলিমিটেড কলিং থেকে শুরু করে প্রদিতিন ২ জিবি ডেটাও পাওয়া যাবে। সাথে ১০০টি SMS প্রতিদিন সম্পূর্ণ ফ্রি থাকবে। তাই আপনিও যদি একজন BSNL গ্রাহক হন এই রিচার্জটি বেছে নিতেই পারেন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X