BSNL Rs 397 Plan offers 150 Days long validity with Unlimited Calling 2GB perday date for 30 Days

একবার রিচার্জ করলেই নিশ্চিন্ত ১৫০ দিন! জিওকে ঝটকা দিয়ে সস্তায় বাজার কাঁপানো প্ল্যান আনল BSNL

পার্থ মান্নাঃ বর্তমান সময় দাঁড়িয়ে মোবাইল একটি অত্যাবশ্যক জিনিসে পরিণত হয়েছে। যোগাযোগ রক্ষা থেকে কাজের ক্ষেত্রে এমনকি সরকারি সুযোগ সুবিধা পেতেও মোবাইল ফোন অত্যন্ত দরকারি। কিন্তু মুশকিল হল আগে যেখানে মোবাইল চালু রাখার জন্য আলাদা করে কোনো খরচই লাগত না, এখন সেটারই খরচ বেড়ে চলেছে প্রতিনিয়ত। গত জুলাই মাসেই মোবাইল রিচার্জের দাম ২৫% পর্যন্ত বেড়ে গিয়েছে। Jio, Airtel থেকে Vi গ্রাহকদের নাম্বার চালু রাখতেই ২০০ টাকা খরচ করতে হচ্ছে প্রতিমাসে। তবে একমাত্র BSNL রিচার্জ প্ল্যানের কোনো পরিবর্তন করেনি।

BSNL এর সস্তার মোবাইল রিচার্জ প্ল্যান

অন্য সমস্ত টেলিকম কোম্পানিগুলি যেখানে নিজেদের লাভের পরিমাণ বাড়াতে রিচার্জের দাম বাড়িয়েই চলছে, সেখানে BSNL দাম অপরিবর্তিত রেখেছে। যার জেরে অনেকেই খরচ কমাতে BSNL এ পোর্ট করেছেন বা নাম্বার পাল্টে ফেলেছেন। অবশ্য সস্তায় নাম্বার চালু রাখতে হলেই এখন এটাই একমাত্র অপশন বলে মনে করছেন গ্রাহকদের একটা বড় অংশ।

অন্যান্য অপারেটরদের যেখানে মাসের খরচই ২০০ টাকা এখানে BSNL মাত্র ৪০০ টাকারও কমে ১৫০ দিনের ভ্যালিডিটি প্ল্যান রিলিজ করেছে। স্বাভাবিকভাবেই এতে মোবাইলের পিছনে খরচ অরথেকের থেকেও কমে যাবে। আজকের প্রতিবেদনে বিএসএনএল এর এই লম্বা ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান সম্পর্কেই জানাবো আপনাদের।

বিএসএনএল এর ৩৯৭ টাকার রিচার্জ প্ল্যান

BSNL এর তরফ থেকে একটি ৩৯৭ টাকার রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে বহু আগেই। যেখানে সবচেয়ে আকর্ষণীয় যেটা সেটা হল ১৫০ দিনের লম্বা ভ্যালিডিটি। অর্থাৎ একবার রিচার্জ করলেই নিশ্চিতে প্রায় অর্ধেক বছর কেটে যাবে। একইসাথে আনলিমিটেড কলিং, থেকে শুরু করে ইন্টারনেট ব্যবহার করার জন্য ডেটা থেকে ফ্রি এসএমএসও পাওয়া যাবে।

তবে এই রিচার্জ প্ল্যানটিতে একটা ছোট্ট টুইস্ট রয়েছে। সেটা হল প্রথম ৩০ দিনের জন্য আনলিমিটেড কলিং, ২ জিবি প্রতিদিন ডেটা ও এসএমএস সার্ভিস পাওয়া যাবে। এরপর যদি কলিং বা ডেটা ব্যবহার হয় তাহলে আলাদা করে চার্জ দিতে হবে। একেত্রে লোকাল কলিংয়ের জন্য ১ টাকা প্রতি মিনিট ও ২ টাকা প্রতি এসএমএস চার্জ করা হবে। তবে আপনার যদি শুধুমাত্র নাম্বারটিকে চালু রাখাই উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এই রিচার্জ প্ল্যানটি সস্তায় একেবারে পারফেক্ট হতে পারে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X