BSNL

BSNL: গ্রাহকদের জন্য বিরাট সুখবর! বিটিএস এসে পৌঁছতেই চালু হচ্ছে BSNL 4G পরিষেবা

নিউজ শর্ট ডেস্ক: এই মুহূর্তে আমাদের দেশের প্রথম সারির টেলিকম অপারেটরগুলির মধ্যে অন্যতম হল Jio এবং Airtel। বহুদিন আগেই আমাদের দেশে 5G লঞ্চকরা হয়েছে। কিন্তু পরিস্থিতিতে সরকারি টেলিকম অপারেটর ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL-এর পক্ষেএখনও পর্যন্ত 4G নেটওয়ার্ক (4G Network) লঞ্চ করা সম্ভব হয়ে ওঠেনি।

এরইমধ্যে সম্প্রতি জানা গেছে, খুব তাড়াতাড়ি মধ্যপ্রদেশের ইন্দোর শহরে 4G লঞ্চ করতে চলেছে BSNL। জানা যাচ্ছে এই সংস্থাটি সম্প্রতি 4G লঞ্চ করার জন্য ৫৫টি মেড-ইন-ইন্ডিয়া বিটিএস স্টেশন পেয়েছে। তাছাড়াও, ভবিষ্যতে এই শহরে আরো ৫৫টি বিটিএস মোতায়েন করা হবে বলে জানা যাচ্ছে।

BSNL এর অ্যাডভাইসারি কমিটির সদস্য রাম স্বরূপ মুন্দ্রা জানিয়েছেন, এই  ৫৫টি বিটিএস ইতিমধ্যেই ইন্দোর শহরে এসে পৌঁছেছে। এছাড়া ফ্রি স্পেস জার্নালের রিপোর্ট বলছে, BSNL-এর দ্বিতীয় লটের বিটিএসগুলি মার্চের প্রথম সপ্তাহে এসে পৌঁছাবে।

বিএসএনএল,BSNL,4G নেটওয়ার্ক,4G Network,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

সারাদেশে BSNL 4G নেটওয়ার্ক লঞ্চ করার জন্য তেজস নেটওয়ার্ক প্রয়োজনীয় টেলিকম গিয়ার তৈরি করেছে। অন্যদিকে টাটা কনসালটেন্সি সার্ভিসেস, নেটওয়ার্কগুলির সিস্টেম ইন্টিগ্রেটর হিসেবে কাজ করবে এবং আগামী ৯ বছর নেটওয়ার্কগুলির পর্যবেক্ষণের দায়িত্বে থাকবে।

আরও পড়ুন: অনুদানের টাকা গুনতে না পেরে SBI-র শরণাপন্ন রামমন্দির! অনুদানের পরিমাণ চমকে দেবে

বিএসএনএল,BSNL,4G নেটওয়ার্ক,4G Network,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

জানা যাচ্ছে, BSNL যে বিটিএস মোতায়েন করছে সেগুলি ভবিষ্যতে 5G-তে আপগ্রেড করা যাবে। রিপোর্ট বলছে বিএসএনএল-এর বিটিএসগুলি দুর্দান্ত কভারেজ দেবে। এক একটি সিঙ্গেল বিটিএস ৫ কিলোমিটার পর্যন্ত এলাকা কভার করতে পারে। এছাড়াও, এবার থেকে টাওয়ারে না উঠেই রিমোটের সাহায্যেই দিক পরিবর্তন করা যাবে।

Avatar

anita

X