BSNL

Papiya Paul

BSNL: আর পাত্তা পাবে না Jio-Airtel! 5G পরিষেবায় ধামাকদার এন্ট্রি নিচ্ছে BSNL, কবে থেকে শুরু পরিষেবা?

নিউজশর্ট ডেস্কঃ ভারতের টেলিকম সংস্থাগুলোর মধ্যে সবসময়ই প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। যদিও জিও, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়ার সঙ্গে প্রতিযোগিতায় কিছুটা হলেও পিছিয়ে রয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। তবে বর্তমান সময়ে এই BSNL নিত্যনতুন পদক্ষেপ গ্রহণ করছে যা গ্রাহকদের মন জয় করে নিতে বাধ্য।

   

সম্প্রতি এই সংস্থা এমনই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আপনি যদি একজন বিএসএনএল-এর গ্রাহক হন তাহলে আপনার জন্য রয়েছে একটি ভালো খবর। জানা গিয়েছে যে বিএসএনএল খুব শীঘ্রই হাইস্পিড ইন্টারনেট কানেক্টিভিটির জন্য 5G টাওয়ার বসানোর কাজ শুরু করতে পারে।

অর্থাৎ বোঝাই যাচ্ছে বর্তমানে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য খুব শীঘ্রই 5G পরিষেবা শুরু করার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে BSNL। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, BSNL 5G কানেক্টিভিটির জন্য প্রথমে পাঁচটি রাজ্যে 5G টাওয়ার বসাবে।

BSNL

আরও পড়ুন: BSNL: ২১৫ দিনের জন্য রিচার্জ থেকে লম্বা ছুটি, দুর্দান্ত ও সস্তার প্ল্যান নিয়ে হাজির BSNL

সংস্থাটির তরফ থেকে এটাও জানানো হয়েছে যে ওই পাঁচটি রাজ্যে ৩৫০০ টি 5G টাওয়ার বসানোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশিও এটাও জানা গেছে যে বিএসএনএলের তরফ থেকে সবার আগে উত্তর ভারতের কয়েকটি রাজ্যে এই 5G টাওয়ার বসানো হবে।

এই রাজ্যগুলোর মধ্যে রয়েছে প্রথমে পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড এবং হরিয়ানায় 5G টাওয়ার আগে বসতে পারে। অর্থাৎ গ্রাহকেরা যাতে খুব সহজে হাইস্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারেন তাই জন্য বিএসএনএল-এর তরফ থেকে 4G নেটওয়ার্ককে 5G তে আপডেট করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।